Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ মে, ২০২০ ০৩:৪৯ অপরাহ্ণ

এক সাথে পথ চলা, মনের দুয়ারে গাথিবো মালা কাজের দুয়ারে গাইবো মোরা ।

জাতি আজ বেঁচে আছে

    শিক্ষক আগামী দিনের আলোর কান্ডারী । একটি সমাজ, একটি সম্প্রদায়, একটি জাতি, একটি দেশ, একটি ভূখন্ড গড়তে কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে । হয়তো এ যাত্রা কারো চোখে প্রস্ফুটিত হয় আবার কারো চোখে হারিয়ে যায় । তবে যে জাতি শিক্ষকের মর্যাদা দিয়েছে সে জাতি অবশ্যই প্রস্ফুটিত সুগন্ধিযুক্ত উত্তরাধীকারি পেয়েছে ।

    জাতি বিনির্মানের হাতিয়ারকে উৎসাহ উদ্দীপনা আর এগিয়ে চলার প্রশস্ত রাস্তায় অতিক্রম করার সুযোগ করে দিতে হয় । এ সুযোগ রাজনৈতিক দল, সরকার, আমলাবৃন্দসহ উচ্চপদস্থ কর্মকর্তার বাহুডোরে বাঁধা । সবাইকে মনমানসিকতার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এগিয়ে  আসতে হবে ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি