Loading..

ম্যাগাজিন

২৯ মে, ২০২০ ০৫:০৩ অপরাহ্ণ

কুসংস্কার


কুসংস্কার

--

ডাকলে ব্যাঙ বৃষ্টি নামে

ডাকলে কুকুর চোর থামে,

ডাকলে মোরগ ভোর হয়

কাকের ডাকে বিপদ রয়!

পেঁচার ডাকে অশুভ থাকে

আসলে মরণ শকুন ডাকে।

পাখির ডাকে কুটুম আসে,

মেঘে রোদে শিয়াল হাসে,

শিয়াল মামার বিয়ে হয়

অনেক লোকে তাই কয়।

সত্য বললে টিকটিকি

টিকটিকিয়ে ডাকে ঠিকি।

নাকের ঘামে বউ সোহাগী,

কাঁপলে চোখ দুঃখ মাগি।

খালি কলসে যাত্রা নষ্ট,

চৌকাটে পা! হবে কষ্ট।

হাত চুলকালে টাকা আসে,

ভাঙা আয়নায় দুঃখ হাসে,

আর দেখ না ভাঙা আয়না

মুরব্বীরা করছেন মানা।

রাতের বেলা ঝাড় দিও না

যাত্রাকালে ডাক দিও না,

পরীক্ষার সময় ডিম খেলে

খাতায় নাকি ডিম মেলে।

দুই শালিকে নয়ন জুড়ায়,

দেখলে নাকি দুঃখ পালায়।

এক শালিকে দুঃখ আসে,

রুমাল দিলে বন্ধু নাশে।

এমন কত কুসংস্কারে,

মেতে চালাই জীবনটারে।

চোখ থাকিতে হই কানা,

সত্যটা রয় তাই অজানা।

২৯/০৫/২০

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি