Loading..

প্রকাশনা

৩০ মে, ২০২০ ১১:৫০ পূর্বাহ্ণ

"বঙ্গবন্ধুর বিশালতা "( সিকদার মোঃ শাজিদুর জাহান,সহকারী শিক্ষক, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় ,শৈলকুপা, ঝিনাইদহ)

বঙ্গবন্ধুর বিশালতা

( সিকদার মোঃ শাজিদুর জাহান,সহকারী শিক্ষক, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় ,শৈলকুপা, ঝিনাইদহ)

 

শীতের সকাল কুয়াশায় ঢাকা চারিপাশ

সূর্য্যের দেখা অচিন্তনীয়

অতঃপর উদিত সূর্য্য স্বমহিময়

আলোকিত করে চারিপাশ

 

আকাশে মেঘের ঘনঘটা

উত্তাল সাগরে ঘূর্নিপাক ১০ নং মহাবিপদ

অতঃপর সুন্দরবনের দৃড়তায়

চিন্তনমুক্ত আশপাশ

 

হাড় কাঁপানো হিমেল হাওয়া

শুভ্রতার বিস্তীর্ণতা ছুয়ে যায় অস্থিমজ্জা

অতঃপর হিমালয়ের বিশালতা

রুখে দেয় ষৎঠান্ডা

 

পাকিস্থানী হায়নার হিংস্রতায়

ছারখার কোমল  মানব হৃদয়

অতঃপর ওরা পরাজিত,নতজানু

বঙ্গবন্ধুর নেতৃত্বের বিশালতায় ।

 

সুন্দরবন কিংবা হিমালয়

কেউ অতটা বড় নয়

সকলে ছোট আমাদের বঙ্গবন্ধুর

                            হৃদয়ের বিশালতায় ।              

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি