কবিতা: একটি অপরিচিত গাছ
কবিতা: অপরিচিত একটি গাছ
মোঃ রফিকুল হাসান
🍀🍀🍀🍀🍃🍃🍃🍃🍃
আমাদের বাগানে একটি নির্দিষ্ট প্লটে
নতুন একটা জাতের আগমন পুরো লটে
সবাই কতো ঘাম ঝড়িয়ে কোদাল মারে
নতুন কিছুর আগমনে নজর যদি কাড়ে।
রান্নার উচ্ছিষ্ট সবজিকাটাগুলো জমানোর
অগভীর গর্তের একেবারে পাশে
জন্ম নিলো একটি কুমড়ো চারা
সে এক পিতৃমাতৃহারা।
কত নিঃশ্বাস নিচ্ছি
ধন্যবাদ কি কখনো দিচ্ছি?
যথার্থ মূল্যায়ন কি কখনো করছি?
যতক্ষন না আমরা বিপদে পড়ছি।
আছরের নামাজের মোনাজাতের পরে
নিয়মিত একজন নামাজির জানাজার আহ্বান
মাইকের ঘোষণায় গেল ঘরে ঘরে।
জানাজায় অনেক মানুষের মাঝে চারজন
সামনে এসে করজোড়ে মাফ চেয়ে
চায় ক্ষমা, দোয়া, জানায় কৃতজ্ঞতা
জানালেন আরো উচ্চ স্বরে
যার যার দাবি আছে, আসবেন সবাই
আমাদের বৈঠকখানায়। সন্ধ্যে বেলায়।
পরিশোধ করা হবে, ধীরে ধীরে।
সবার অগোচরে পিতৃমাতৃহারা কুমড়ো গাছটি জানায়
আমিও কি আসবো তোমাদের বৈঠকখানায়?
পাশের একজনকে বলতে শুনলো-
অপরিচিত কাউকে কি পরিশোধ করা হবে?
যাকে কেউ দেখেনি তাদের আনাগোনায়!
আরেকজন উত্তর দিলো-
সব ভালোবাসার কি পরিচিতি থাকে?
কয়েকজন মাথা নাড়তে নাড়তে বলল-
না, না, কখনো না।

মতামত দিন


মোহাম্মদ শাহ আলম
শ্রেণি উপযোগী ও মানসম্মত প্রকাশনা আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত প্রকাশনা দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোহাম্মদ শাহ আলম
শ্রেণি উপযোগী ও মানসম্মত প্রকাশনা আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত প্রকাশনা দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোঃ নজরুল ইসলাম
লাইক,কমেন্ট এবং পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।

মোঃ রফিকুল হাসান
আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ আপনাকে। ঘরে থাকুন নিরাপদে থাকুন।

নিলুফা ইয়াছমীন
সুন্দর উপস্থাপন হয়েছে। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন। আপনাকে অভিনন্দন। সেই সাথে আমার কন্টেন দেখার আমন্ত্রন রইলো।

মোঃ রফিকুল হাসান
আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ আপনাকে। ঘরে থাকুন নিরাপদে থাকুন।

মোঃ মুজিবুর রহমান
পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রলো। আমার এ পাক্ষিকের কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ রফিকুল হাসান
আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ আপনাকে। ঘরে থাকুন নিরাপদে থাকুন।

মোঃ হাসনাইন
ঘরে থাকুন, সুস্থ্ থাকুন। শ্রেণি উপযোগী সুন্দর কনটেন্ট তৈরীর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্ণরেটিং ও লাইকসহ শুভকামনা। আমার এই পক্ষের কন্টেন্ট দেখে মতামত রেটিং দেওয়ার অনুরোধ করছি।

মোঃ হাসনাইন
ঘরে থাকুন, সুস্থ্ থাকুন। শ্রেণি উপযোগী সুন্দর কনটেন্ট তৈরীর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্ণরেটিং ও লাইকসহ শুভকামনা। আমার এই পক্ষের কন্টেন্ট দেখে মতামত রেটিং দেওয়ার অনুরোধ করছি।

মোঃ রফিকুল হাসান
আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য ধন্যবাদ আপনাকে। ঘরে থাকুন নিরাপদে থাকুন।

মোঃ হাসনাইন
ঘরে থাকুন, সুস্থ্ থাকুন। শ্রেণি উপযোগী সুন্দর কনটেন্ট তৈরীর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্ণরেটিং ও লাইকসহ শুভকামনা। আমার এই পক্ষের কন্টেন্ট দেখে মতামত রেটিং দেওয়ার অনুরোধ করছি।

মোঃ রফিকুল হাসান
অনেক ধন্যবাদ আপনাকে আমাকে উৎসাহ প্রদান করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য। ঘরে থাকুন নিরাপদে থাকুন।

সন্তোষ কুমার বর্মা
পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কনটেন্ট দেখার অনুরোধ রইলো।

মোঃ নূর - ই- আলম ছিদ্দিকী
লাইক ও পূর্ণ রেটিং সহ অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার সাফল্য কামনা করছি। এ পাক্ষিকে আমার আপলোডকৃত কন্টেন্ট দেখে লাইক, রেটিং ও মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইলো। ঘরে থাকুন, সুস্থ থাকুন ও অপরকে সুস্থ থাকতে সহযোগীতা করুন।

মো: রজব আলী
শুভেচ্ছা-অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মেফতাহুন নাহার
শুভেচ্ছা-অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ শহিদুল ইসলাম
ঘরে থাকুন, ভাল থাকুন,পরিবারের সাথে থাকুন । পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা । আমার ছবিতে ক্লিক করে আমার কনটেন্টগুলো দেখে লাইক কমেন্ট এবং রেটিংসহ মুল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।আমার আইডি shahidulgdm@gmail.com

মোঃ আফছার আলী প্রাং
ঘরে থাকুন সুস্থ থাকুন। লাইক ও পূর্ণ রেটিং সহ অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। এ পাক্ষিকে আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক, রেটিং ও মতামত দেয়ার জন্য অনুরোধ রইলো। কনটেন্ট লিংক https://www.teachers.gov.bd/content/details/577707


Purnima Das
ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন। লাইক ও পূর্ণ রেটিংসহ অসংখ্য শুভকামনা ।

মোঃ গোলাম ওয়ারেছ
অনেক সুন্দর উপস্থাপন হয়েছে। আপনাকে অভিনন্দন। লাইক, কমেন্ট ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভ কামনা রইল। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। সেই সাথে আমার জুন ২০২০ ইং ১ম পাক্ষিকের কন্টেন্ট 'আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ' দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল।

মোঃ রফিকুল হাসান
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন।

মোহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী
লাইক ও পূর্ণ রেটিং সহ ধন্যবাদ । আমার আপলোডকৃত উদ্ভাবনের গল্প দেখে লাইক, রেটিং ও মতামত দেয়ার জন্য অনুরোধ রইলো।

সুজিত দেব
পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে লাইক, পূর্ণ রেটিং ও মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।ঘরে থাকুন, সুস্থ থাকুন।

মো: রজব আলী
আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।

আবুল কালাম
লাইক, পূর্ণ রেটিং সহ অভিনন্দন ও শুভেচ্ছা রইল

মোঃ রফিকুল হাসান
আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন।

মোছাঃ লাকী আখতার পারভীন
পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে লাইক, পূর্ণ রেটিং ও মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।
সাম্প্রতিক মন্তব্য