Loading..

ভিডিও ক্লাস

০৭ জুন, ২০২০ ০৩:৫৬ অপরাহ্ণ

বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (১ম অংশ)

পাঠ পরিচিতি-*

১০ম অধ্যায়:- বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (১ম অংশ)।

বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, 

শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি 

অধ্যায়: ১০ম, 

পৃষ্ঠা নং: ১০২ থেকে ১০৬


শিক্ষক পরিচিতি:

 মনোয়ার হোসেন চৌধূরী। 

পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান) 

মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা।

মোবাইল নং-০১৯২০০০৩৬৯১। 

https://www.facebook.com/mohive1

https://www.facebook.com/mohive


**বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (১ম অংশ-এর কনটেন্ট)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

**কনটেন্ট Link:   https://www.youtube.com/watch?v=2bx1n...


বাণিজ্যিক ব্যাংক ও তার কার্যাবলী


শিখনফলঃ- এই পাঠ শেষে শিক্ষার্থীরা -

১. বাণিজ্যিক ব্যাংক কী, তা সংজ্ঞায়িত করতে পারবে।

২. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করতে পারবে।

৩. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে।


10.0 সূচনাঃ

মুনাফা অর্জনের  উদ্দেশ্যে যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ বা অর্থের মূল্যে পরিমাপ যোগ্য পব্য বা সেবা লেনদেন করে এ সকল আর্থিক প্রতিষ্ঠানকে বানিজ্যিক ব্যাংক বলে । 


একক কাজঃ- বাণিজ্যক ব্যাংক বলতে কী বোঝায়?


10.1 বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যঃ

১. মুনাফা অর্জন 

২. মূলধন গঠন 

৩. বিনিময়ের মাধ্যম 

৪. জনকল্যান 

৫. ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা  

৬. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা  

৭. সম্পদের সুষম বন্টন  

৮. কর্মসংস্থান সৃষ্টি  

৯. ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ 

১০. সঞ্চয় প্রবণতা সৃষ্টি  

১১. নিরাপত্তা  

১২. অর্থনৈতিক স্থিতিশীলতা 

১৩. শিল্প ও বাণিজ্য উন্নয়ন 

১৪. জীবনযাত্রার মান উন্নয়ন


10.2 বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি

ক. প্রধান কার্যাবলি 

• আমানত গ্রহন  ও সুদ প্রদান 

• ঋব মঞ্জুর ও সুদ গ্রহণ 

• ঋণ আমানত সৃষ্টি 

• বিনিময়ের মাধ্যম সৃষ্টি 

• মূলধন গঠন 

• নোট ইস্যু 

• অছি হিসাবে কাজ 

• আমদানি- রপ্তানি সাহায্য 

• সরকারের কোষাগার হিসাবে কাজ করে 

• বিনিময় বিল ,পরিবহন বিল ইত্যাদি ভাংগা্নো 


খ. বিশেষ ও অন্যান্য কার্যাবলি

• বিশেষ ও অন্য কার্যাবলী 

• মূলধন বিনিয়োগ 

• অর্থনৈতিক  উন্নয়নে  ভূমিকা 

• অর্থ  স্থানান্তর 

• অর্থের নিরাপত্তা প্রদান 

• পরামর্শ প্রদান 

• কর্মসংস্থান 

• ঋণ নিয়ন্ত্রব 

• কৃষি ঊন্নয়ন 

• শিল্পোন্নয়ন 

• আঞ্চলিক ঊন্নয়ন 


দলীয় কাজঃ- সময়- ১০ মিনিট

দেশ এন্টারপ্রাইজ বাণিজ্যিক ব্যাংক থেকে কি ধরনের সহায়তা পাবে, তা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর আলোকে বিশ্লেষণ কর।  


মূল্যায়নঃ-


1. বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুইটি কার্যাবলীর নাম বল ।


2. অর্থের নিরাপত্তা দান বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কার্যাবলী? 


3. বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে ?  


বাড়িতে বসেঃ-

দেশের আমদানি-রপ্তানি উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভুমিকা আলোচনা কর।


ধন্যবাদ-

সকলের সুস্বাস্থ্য

কামনায়


আল্লাহ হাফেজ