Loading..

প্রেজেন্টেশন

০৮ জুন, ২০২০ ০৪:১৯ পূর্বাহ্ণ

বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (শেষ অংশ-এর কনটেন্ট)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

পাঠ পরিচিতি-*

১০ম অধ্যায়:- বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (শেষ অংশ-  এর কনটেন্ট)।

বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, 

শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি 

অধ্যায়: ১০ম, 

পৃষ্ঠা নং: ১০৬ থেকে ১০৮


শিক্ষক পরিচিতি:

 মনোয়ার হোসেন চৌধূরী। 

পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান) 

মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা।

মোবাইল নং-০১৯২০০০৩৬৯১। 

https://www.facebook.com/mohive1

https://www.facebook.com/mohive



Video 2020 06 08 035757



বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস ও ব্যায়ের খাত


শিখনফলঃ- এই পাঠ শেষে শিক্ষার্থীরা - 

• বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো  কী, তা চিহ্নিত করতে পারবে। 

• বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস সমুহ আলোচনা করতে পারবে। 

• বাণিজ্যিক ব্যাংকের ব্যায়ের খাত সমুহ বর্ণনা করতে পারবে। 


তহবিলের উৎস 

• পরিশোধিত মূলধনঃ- মালিকের মূলধন অথবা যৌথ মূলধনি হলে শেয়ার ইস্যু। 

• সংরক্ষিত তহবিলঃ- মুনাফার একটি অংশ বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয় য়া পরবর্তিতে মূলধন হিসেবে ব্যবহার করা হয়। 

• আমানতঃ- বহ্যিক উৎস আমানত।এগুলো ঋণ অথবা বিনিয়োগ হিসেবে ব্যবহার করে মুনাফা অর্জন করে। 

• ধার গ্রহণঃ- কেন্দ্রীয় ব্যাংক অথবা অন্য বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। প্রয়োজনে সিকিউরিটি বা ঋণপত্র বিক্রয় করে মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করে। 



আয়ের খাতঃ-

১• ঋণের সুদ:-বাণিজ্যিক ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে সেই অর্থ ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ হিসেবে প্রদান করে। ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক উৎপাদনমুখী কাজে সহায়তা করে। ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের উৎস। ঋণ গ্রহীতাদের নিকট থেকে বেশী হারে সুদ আদায় করে এবং আমানতকারীদেরকে  কিছুটা কম হারে সুদ প্রদান করে ব্যাংক মুনাফা অর্জন করে।

২• বিনিয়োগ:-শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। 

৩• বিল বাট্টাকরণ :- ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টার মাধ্যমে বিনিময় বিল ভাঙ্গিয়ে ব্যবসায় বাণিজ্যে সহায়তা করে থাকে।  মেয়াদের পূর্বের প্রাপ্যবিল বাট্টা করে মুনাফা অর্জন করে। 

৪• প্রাপ্ত কমিশন :- বাণিজ্যিক ব্যাংক চেক, বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ডেবিট-কার্ড, ক্রেডিট-কার্ড ইত্যাদির ব্যবহার করে থাকে। 

৫• লকার ভাড়া 

৬• প্রতিনিধিত্ব 

৭• শেয়ার ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতা 

৮• বৈদেশিক বিনিময় 

৯• আমদানি-রপ্তানি বণিজ্য 

১০• প্রত্যয়পত্র 

১১• অছি :- বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তির অছি (TRUSTEE) এবং সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে থাকে। 

১২• যোগায়েগ 



ব্যায়ের খাতঃ-

১। সুদ প্রদান:-আমানতকারীর নিকট থেকে তাদের সঞ্চয় চলতি,সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসেবে গ্রহন করা বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ। সঞ্চয়ী ও স্থায়ী আমানতের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। 

২। ধারের উপর সুদ:-

৩। বেতন, ভাতা ও বোনাস:-

৪। নিরীক্ষকের বিল:-

৫। মামলা খরচ:-

৬। ভাড়া:-

৭। শুল্ক ও কর:-প্রশ্ন: ভ্যাট ব্যবস্থায় কর কত প্রকার ও কি কি?

উত্তর: ভ্যাট ব্যবস্থায় তিন ধরনের কর রয়েছে , যথা-

০১। টার্ণওভার কর, ০২। সম্পূরক শুল্ক ও ০৩। মূল্য সংযোজন কর। 

1. কোন ব্যক্তি/প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ থেকে যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন সে পরিমাণ অর্থ ঐ সময়ের জন্য তার টার্ণওভার। 

2.  সাধারণত: অভিজাত পণ্য ও সামাজিকভাবে অনভিপ্রেত পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়। 

3. মূল্য সংযোজন কর বা মূসক একটি পরোক্ষ কর, যা ভোক্তার নিকট হতে আদায়যোগ্য। বাংলাদেশে ভোগকৃত পণ্য বা সেবা মূল্যের উপর ১৫% হারে এই কর আরোপিত। অব্যাহতিপ্রাপ্ত পণ্য/সেবা ব্যতীত বাংলাদেশে উৎপাদিত, সরবরাহকৃত বা আমদানীকৃত সকল পণ্য ও সেবার উপর মূসক প্রযোজ্য। 

৮। বিমা প্রিমিয়াম:- বীমা হল অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায়সঙ্গত ও নির্দিষ্ট ঝুঁকির স্থানান্তর। এর মাধ্যমে ব্যক্তি বা বীমা প্রতিষ্ঠান অর্থের (প্রিমিয়ামের) বিনিময়ে মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ। 

বীমার প্রকারভেদ

১. জীবন বীমা

২. নৌ বা সামুদ্রিক বীমা

৩. অগ্নি বীমা

৪. সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ 


৯। যোগায়োগ:-

১০। বিজ্ঞাপন:- বিজ্ঞাপন হলো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে, ধারণা, পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার।

বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। সাধারণত পণ্য ও সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন প্রচারিত হয়, তবে এছাড়াও বিজ্ঞাপনের বিবিধ উদ্দেশ্য আছে। 

১১। প্রশিক্ষণ:-


দলীয় কাজঃ- 

সময়- ০৫ মিনিট

**বাণিজ্যিক ব্যাংকের আয়ের খাত গুলো কী কী? 



মূল্যায়নঃ*-

1. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস দুইটির নাম বল ।

2. যোগায়োগ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের খাত? 

3. বাণিজ্যিক ব্যাংক কিভাবে মুনাফা সৃষ্টি করে ?  



বাড়িতে বসেঃ-

পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল সম্পর্কে আলোচনা কর। 



ধন্যবাদ 



সকলের সুস্বাস্থ্য

কামনায় 

আল্লাহ হাফেজ