Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:২২ অপরাহ্ণ

হিসাববিজ্ঞান পর্ব - ১২ঃ হিসাব চক্রঃ সমন্বয় দাখিলা/জাবেদা (Accounting Cycle: Adjusting Journal)

হিসাব চক্রঃ সমন্বয় দাখিলা/জাবেদা (Accounting Cycle: Adjusting Journal)



আজকের পাঠে যা যা থাকবেঃ

১। সমন্বয় দাখিলা (Adjusting Journal) কি?

২। সমন্বয় দাখিলার প্রকারভেদ (Types/kinds)

৩। সমন্বয় দাখিলা লেখার কৌশল (Technique)

৪। সমন্বয় দাখিলার উদাহরণ (Example)


সমন্বয় দাখিলার সংজ্ঞা (Definition): কোনো প্রতিষ্ঠানে সারা বছরই লেনদেনসমূহ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা হতে খতিয়ান হিসাব এবং রেওয়ামিল তৈরী করা হয়। পরবর্তী কাজ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। 

কিন্তু এমন কিছু লেনদেন থাকে যা সংঘঠিত হওয়ার কথা ছিল কিন্তু ঘটেনি, অর্থাৎ বকেয়া /Due।

আবার কিছু লেনদেন থাকে যা সংঘঠিত হওয়ার কথা ছিলনা কিন্তু ঘটেছে, অর্থাৎ অগ্রিম /Advance।

এরকম লেনদেনগুলো প্রকৃত আয়/ক্ষতি নির্ণয়ে প্রভাবিত হয়। 

অতএব, হিসাব বছর শেষে আয় ও ব্যয়ের মধ্যে সঠিকভাবে সামঞ্জস্যের জন্য যে জাবেদা লেখা হয়, তাকে সমন্বয় জাবেদা/Adjusting journal বলে।