Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:২৬ অপরাহ্ণ

হিসাববিজ্ঞান পর্ব - ১৩ : আর্থিক বিবরণী/Financial Statement

আর্থিক বিবরণী/Financial Statement

আজকের পাঠে যা যা থাকবেঃ

১। আর্থিক বিবরণীর সংজ্ঞা (Definition)

২। আর্থিক বিবরণীর উপাদান (Elements)

৩। আর্থিক বিবরণীর উপাদান সমূহের নমুনা (Sample)

৪। আর্থিক বিবরণীর উদাহরণ (Example)


আর্থিক বিবরণীর সংজ্ঞা/Definition of Financial Statement: একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের বা সারা বছরের ব্যবসায়িক কর্মকান্ডের সামগ্রিক ফলাফল বছর শেষে যে বিবরণীসমূহের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে আর্থিক বিবরণী বলে। 


আর্থিক বিবরণীর উপাদান সমূহ:

আর্থিক বিবরণী হল কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার প্রতিচ্ছবি বা চিত্র। আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত বিষয়গুলো হল এর উপাদান। 
  • আন্তর্জাতিক হিসাব মান – ০১ অনুসারে আর্থিক বিবরণীর উপাদানগুলো নিম্নরূপঃ
    1. উদ্বৃত্তপত্র (Balance Sheet) / আর্থিক অবস্থার বিবরণী (Satement of Fiancial Position)
    2. আয়- বিবরণী (Income Statement)
    3. মালিকানা স্বত্ব বিবরণী (Owner’s Equity Statement)
    4. নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement)
    5. হিসাব পলিসিসমূহ ও ব্যাখ্যাদানকারী টাকা সমূহ (Accounting Policies & Explanatory Notes)
উল্লেখ্য যে,
        i. উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে income statement করার পূর্বে উৎপাদন বিবরণী (Manufacturing Statement) তৈরী করতে হয়।
        ii. কোম্পানীর ক্ষেত্রে owner’s equity statement এর পরিবর্তে রক্ষিত আয় বিবরণী (Retained Earning Statement) তৈরী করতে হয়।