Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:৩৯ অপরাহ্ণ

হিসাববিজ্ঞান পর্ব - ১৭ঃ Work Sheet (কার্যপত্র)

Work Sheet (কার্যপত্র)

আজকের আলোচনায় যা যা থাকবেঃ

 ১। কার্যপত্রের সংজ্ঞা (Definition)

 ২। কার্যপত্রের উপাদান সমূহ (Elements)

৩।কার্যপত্রের বিভিন্ন কাঠামো (Structure)

 ৪। প্রশ্নে কি কি থাকবে?

 ৫। কার্যপত্র তৈরীর কৌশল (Technique)

 ৬। কার্যপত্রের উদাহরণ (Example)


কার্যপত্রের সংজ্ঞা (Definition): Work Sheet এর অর্থ কার্যপত্র বা খসড়াপত্র। যেখানে কোন কাজের অগ্রগতি বা বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। Work Sheet কে Rough কাগজও বলা হয়।

হিসাববিজ্ঞানে Work Sheet বা কার্যপত্র হল চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী  (Financial Statement) তৈরীর পূর্বে প্রতিষ্ঠানের আর্থিক কর্মকান্ডের ফলাফল জ্ঞাত করার খসড়া কাজ। যেখানে নিট লাভ/ক্ষতি এবং উদ্বৃতপত্রের সম্পত্তি ও দায় প্রদর্শনের জন্য ডেবিট ও ক্রেডিট কলাম তৈরী করে বহুঘরা খসড়া বিবরণপত্র প্রণয়ন করা হয় তাকে Work Sheet বা কার্যপত্র বলে।


কার্যপত্রের উপাদানসমূহ (Elements):

    1. Trial Balance (রেওয়ামিল)
    2. Adjustment (সমন্বয়)
    3. Adjusted Trial Balance (সমন্বিত রেওয়ামিল)
    4. Income Statement (আয় – বিবরণী)
    5. Retained Earning Statement (সংরক্ষিত আয় বিবরণী)  কোম্পানীর ক্ষেত্রে প্রযোজ্য
    6. Balance Sheet (উদ্বৃতপত্র)

উল্লেখ্য যে, প্রতিটি উপাদানের ডেবিট কলাম ও ক্রেডিট কলাম থাকবে।









Work Sheet তৈরীর কৌশলঃ 

১) ৮/১০/১২ কলামের ছক সম্বলিত Work Sheet এর কাঠামো তৈরী করতে হবে।
২) প্রশ্নে প্রদত্ত রেওয়ামিল ক্রমানুসারে উক্ত ছকে লিখতে হবে।
৩) সমন্বয় সমূহের জাবেদা (Journal) করতে হবে।
৪) জাবেদার ডেবিটের টাকা সংশ্লিষ্ট আইটেমের Adjustment কলামের ডেবিট পার্শ্বে বসবে।
৫) জাবেদার ক্রেডিটের টাকা সংশ্লিষ্ট আইটেমের Adjustment কলামের ক্রেডিট পার্শ্বে বসবে।
৬) রেওয়ামিলের ডেবিট কলামের সাথে Adjustment কলামের ডেবিট হলে (+) এবং ক্রেডিট হলে (-) করে সমন্বিত টাকা Adjustment trial Balance এর ডেবিট বা ক্রেডিট কলামে বসবে। রেওয়ামিলের ক্রেডিট     কলামের সাথে Adjustment কলামের ক্রেডিট হলে (+) এবং ডেবিট হলে (-) করে সমন্বিত টাকা Adjustment trial Balance এর ডেবিট বা ক্রেডিট কলামে বসবে। Adjustment Trial Balance এর ডেবিট     কলামে সম্পত্তি বা ব্যয়/খরচ থাকবে এবং ক্রেডিট কলামে আয়, দায়, সঞ্চিতি ও মূলধন থাকবে।
৭) Adjustment Trial Balance এর ডেবিট কলামের খরচগুলো Income Statement এর ডেবিট কলামে এবং ক্রেডিট কলামের আয়গুলো Income Statement এর ক্রেডিট কলামে বসবে।
৮) Adjustment Trial Balance এর ডেবিট কলামের সম্পত্তি Balance Sheet এর ডেবিট কলামে এবং ক্রেডিট কলামের দায় ও মুলধন Balance Sheet এর ক্রেডিট কলামে বসবে।
৯) Income Statement এর ক্রেডিট পার্শ্ব বড় হলে Profit এবং পার্থক্য ডেবিট কলামে বসবে, অন্যদিকে Balance Sheet এর ক্রেডিট কলামে বসবে।
১০) Income Statement এর ডেবিট পার্শ্ব বড় হলে Loss এবং পার্থক্য ক্রেডিট কলামে বসবে, অন্যদিকে Balance Sheet এর ডেবিট কলামে বসবে।
১১) Balance Sheet এর উভয় পার্শ্ব মিলে যাবে।