Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ

হিসাববিজ্ঞান পর্ব - ২০ঃ Opening Journal (প্রারম্ভিক জাবেদা)

Opening Journal (প্রারম্ভিক জাবেদা)

আজকের আলোচনায় যা যা থাকবেঃ

1. প্রারম্ভিক জাবেদার সংজ্ঞা

2. প্রারম্ভিক জাবেদা লিখার ভিত্তি (Basis) ও নিয়ম

3. উদাহরণ


প্রারম্ভিক জাবেদার সংজ্ঞাঃ যে জাবেদার মাধ্যমে বিগত বছরের বা হিসাবকালের শেষের সম্পদ (Assets) ও দায়গুলোকে (Liabilities) চলতি বছরের শুরুতে লিখা হয়, তাকে প্রারম্ভিক জাবেদা (Opening Journal) বলে।

প্রারম্ভিক জাবেদা লিখার ভিত্তি (Basis): একটি প্রতিষ্ঠান সারা বছরের লেনদেনগুলো থেকে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় ইত্যাদির মাধ্যমে আর্থিক বিবরণী তৈরী করে থাকে। আর্থিক বিবরণীর শেষ অংশ হল উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, যেখানে সম্পত্তি ও দায়সমূহ প্রদর্শিত থাকে। সেগুলোকে পরবর্তী দিনে নতুন বছরের শুরুতেই প্রারম্ভিক জাবেদার মাধ্যমে Entry করতে হয়।