Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ

Accounting Episode - 22: Classification of Journal (জাবেদার শ্রেণীবিভাগ)

Classification of Journal (জাবেদার শ্রেণীবিভাগ)

এই পাঠে যা যা জানতে পারবঃ

1. জাবেদার শ্রেণীবিভাগের অর্থ (Meaning)

2. জাবেদার শ্রেণীবিভাগ (Classification)


জাবেদার শ্রেণীবিভাগের অর্থ (Meaning): একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের সুবিধার্থে কারবারের সকল লেনদেন একটি মাত্র জাবেদায় সংরক্ষণ না করে লেনদেনের প্রকৃতি অনুযায়ী একাধিক বিশেষ জাবেদায় সংরক্ষণ করার ব্যবস্থাকে জাবেদার শ্রেণীবিভাগ বলে।

যেমনঃ ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করার জন্য ক্রয় জাবেদা (Purchase Journal) বহি।

এ পদ্ধতিতে খতিয়ান হিসাব প্রস্তুত করা সহজ হয়। কোনো বিশেষ শ্রেণীর লেনদেন সংক্রান্ত তথ্য সহজে খুজে পাওয়া যায়। 
এছাড়াও জাবেদার শ্রেণীবিভাগ সময়ের কম ব্যবহার, সংরক্ষণের জটিলতা হ্রাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। 


জাবেদার শ্রেণীবিভাগঃ

i. বিশেষ জাবেদা (Special Journal)
    ১। ক্রয় জাবেদা (Purchase Journal)
    ২। বিক্রয় জাবেদা (Sales Journal)
    ৩। ক্রয় ফেরত জাবেদা (Purchase Return Journal)
    ৪। বিক্রয় ফেরত জাবেদা (Sales Return Journal)
    ৫। নগদ জাবেদা (Cash Journal)

ii. প্রকৃত জাবেদা (Proper Journal)
    ১। সমন্বয় জাবেদা (Adjusting Journal)
    ২। সমাপনী জাবেদা (Closing Journal)
    ৩। প্রারম্ভিক জাবেদা (Opening Journal)
    ৪। সংশোধনী জাবেদা (Rectifying Journal)

নগদ জাবেদা (Cash Journal) ২ প্রকারঃ
১। সনাতন পদ্ধতি (Old System)
২। আধুনিক পদ্ধতি (Modern System)

সনাতন পদ্ধতি (Old System) ৪ প্রকারে ভাগ করা হয়ে থাকেঃ 
ক। একঘরা নগদান বই (Single Column Cash Book)
খ। দু’ঘরা নগদান বই (Double Column Cash Book)
গ। তিন ঘরা নগদান বই (Triple Column Cash Book)
ঘ। খুচরা নগদান বই (Petty Cash Book)

আধুনিক পদ্ধতি (Modern System) ২ প্রকারে ভাগ করা হয়ে থাকেঃ 
ক। নগদ প্রাপ্তি জাবেদা (Cash Receipt Journal)
খ। নগদ প্রদান জাবেদা (Cash Payement Journal)