Loading..

খবর-দার

১১ জুন, ২০২০ ০৫:৪৬ অপরাহ্ণ

বাজেট ২০২০-২০২১

বাজেট ২০২০-২০২১

বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। 

স্বাস্থ্য খাতে বরাদ্দ ২৯ হাজার ২৪৭ কোটি টাকা 

কৃষি খাতে ২৯ হাজার ৯৮১ কোটি টাকা 

প্রাথমিক ও গণশিক্ষা খাতে ২৪ হাজার ৯৩৮ কোটি টাকা। 

স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বৃদ্ধি করা হয়েছে বরাদ্দ সাথে জীবন বাঁচাতে কৃষি খাতে যান্ত্রিকীকরণে ভর্তুকি প্রদান এবং কৃষি পণ্যের উৎপাদক মাটির মানুষ কৃষকদের জীবনমান নিশ্চিত করণের পাশাপাশি যদি কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করা হয় তবে ঘুরে যেতে পারে কৃষকের ভাগ্যের চাকা। প্রাথমিক শিক্ষায় বরাদ্দ গতবছরের তুলনায় বেশি করা হয়েছে। এখন প্রয়োজন তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে শিক্ষার বিস্তার লাভ করা। আজ আমাদের ধান উৎপাদন পৃথিবীতে ৩য়। কিন্তু কৃষকদের চেয়ে প্রণোদনা গার্মেন্টস খাতে বেশি হলেও। এখন তার উৎস কর ০.৫০ শতাংশ প্রস্তাব করতেই ব্যবসা ধ্বস বলতে শুরু করেছেন বিজিএমইএ,  এই বুঝি শিল্প! অথচ আমেরিকার মতো উন্নত শীত প্রধান দেশ যারা ১০, ১৫ টা কম দামে কাপড় পড়ে তারা আমাদের বাংলাদেশেই পোশাক শিল্পে চুক্তি করে এবং করবে। আমেরিকা তাদের পোশাক শিল্পের চাহিদা চীন থেকে ৫০শতাংশ সরিয়ে নিয়েছে। এখন পোশাক শিল্পের এ চুক্তি ভিয়েতনাম লাভ করছে কাজেই আমাদের পোশাক শিল্পের অর্ডার লাভের বিশাল সুযোগ রয়েছে। জিডিপির প্রবৃদ্ধি ৮.২শতাংশ। এখন দেখার অপেক্ষা সামনে কী আসে।