Loading..

প্রকাশনা

১৪ জুন, ২০২০ ১০:১২ অপরাহ্ণ

কবিতা - স্বাক্ষী থাকবি

স্বাক্ষী থাকবি তুই দীঘল রজনী,
কালো মেঘে আজ সফেদ চাঁদের দেখা মেলেনি,
দেখা মেলেনি হাশেমের আর্তনাদ,
বাতাসে খর পোড়া আঁশটে গন্ধ টাও স্বাক্ষী থাকবি।
আর তোদের স্বাক্ষী হবে হাড্ডি-মাংস ভরা কতক পুতুল। 
হ্যাঁ, দীর্ঘ রজনী কিংবা আঁশটে গন্ধ ঘুমন্তরা পাইবেনা। 
স্বাক্ষীও হইবেনা।
তোদের স্বাক্ষী হবে শীতার্থরা।




স্থানঃ পূর্ব নিলখী, ফুলগাজী, ফেনী।
সময়ঃ রাত ১০:৫২, ২১/১২/১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি