Loading..

খবর-দার

১৯ জুন, ২০২০ ০৫:৪৫ পূর্বাহ্ণ

সুরা জাসিয়াহ: ২২
'আল্লাহ আকাশ ও যমীন এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোন যুলম করা হবে না।'
(সুরা জাসিয়াহ: ২২)
আল্লাহ আকাশ ও পৃথিবীকে যথাযথ ভাবে বা হকের সাথে সৃষ্টি করেছেন। অত্যন্ত গভীর ও সূক্ষ্ম জ্ঞানের ভিত্তিতে তিনি এ ব্যবস্থা সৃষ্টি করেছেন। এর মধ্যেই প্রতিষ্ঠিত রয়েছে সৃষ্টির মহান উদ্দেশ্য। ন্যায়নীতি, সূক্ষ্মদর্শীতা ও বিচক্ষণতা এবং সততার বিধান এর প্রতিটি বস্তু, কর্ম ও চিন্তার পেছনে ক্রিয়াশীল। বাতিল ও অসত্যের প্রতিষ্ঠা ও ফলপ্রসূ হবার কোন অবকাশই এই অবকাঠামোতে নেই। কেউ যদি মিথ্যা, অন্যায় ও নিপীড়নমূলক ব্যবস্থার বিকাশ ঘটাতে চায় তবে তার কর্মের ফলাফল সে পাবে। আর যে কেউ সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা সাধনা করবে সেও তার ফল পাবে। কারো প্রতি কোন যুলম করা হবে না।
হে আমাদের রব! তুমি এই আসমান ও জমিন অনর্থক সৃষ্টি করোনি। আমাদেরকে তোমার শাস্তি থেকে রক্ষা করো।