Loading..

খবর-দার

২৪ জুন, ২০২০ ০৭:০২ পূর্বাহ্ণ

ভার্চুয়াল ভোটিংয়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর কমিটি গঠিত।

পুনরায় সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) জনাব মোহাম্মদ ইকবাল ও সাধারণ সম্পাদক জামালখান কুসুমকুমারী স্কুলের সহকারী শিক্ষিক জনাব লুৎফুন্নেছা খানম।

গতকাল ২২-৬-২০২০ খ্রিস্টাব্দে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক (গণিত) জনাব মোহা. আখতার হোছাইন  কুতুবী সাহেবের সভাপতিত্বে ভার্চুয়াল অনলাইন এম্বাসেডর স্যারদের গুগল ফর্মের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইসিটি মন্ত্রণালয়াধীন এটুআই কর্মকর্তা জনাব অভিজিৎ সাহা। 

মিটিংয়ের শুরুতেই বিগত কমিটি বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন এবং নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন।

প্রায় তিন ঘণ্টা অ্যম্বাসেডরগণ নিজ নিজ অভিমত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

 সভাপতি মহোদয় সম্পূর্ণ  গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুগল ফরম-এর লিংক দিলে প্রত্যেকে পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করেন।

 সম্মানিত অ্যম্বাসেডরগণ পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করেন, প্রক্রিয়াটি খুবই নিরপেক্ষ, গণতান্ত্রিক ছিল। গোপন ভোটে  নির্বাচিতরা হলেন।,

১.সভাপতি - 

জনাব মোহাম্মদ  ইকবাল, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)  বাংলাদেশ নৌবাহিনী কলেজ,চট্টগ্রাম। 

২. সহ সভাপতি -

 কাজী মোঃ আবদুল হান্নান, অধ্যক্ষ, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদরাসা, আনোয়ারা, চট্টগ্রাম। 

৩. সাধারণ সম্পাদক - 

লুৎফুন্নেছা খানম, সহকারী শিক্ষক, জামাল খান কুসুমকুমারী স্কুল 

৪.সাংগঠনিক সম্পাদক - 

মোহাম্মদ আবদুল মান্নান সুমন, সহকারী শিক্ষক, হাজী আবদুল আলী  সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। 

৫. অর্থ সম্পাদক  

মুহাম্মদ আবদুস ছোবহান, সহকারী শিক্ষক, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। 

৬. প্রচার ও প্রকাশনা সম্পাদক -

 মুহাম্মদ মহিউদ্দিন ওসমানী, সহকারী শিক্ষক,

মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়, মীরসরাই, চট্টগ্রাম। 

৭.শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক - 

এস এম রাসেল উদ্দিন,  সহকারী শিক্ষক,  পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। 

       ★★কার্যকরী সদস্য 

৮.শব্বর্রী দে, প্রভাষক -রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম। 

৯.শাহাব উদ্দিন মাহমুদ , সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। 

১০. মুহাম্মদ শাহ জাহান কুতুবী,  সহকারী শিক্ষক, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা, লোহাগড়া, চট্টগ্রাম। 

১১. দিলকুশা খানম, সিনিয়র শিক্ষক (আইসিটি) 

চিটাগাং আইডিয়্যাল হাই স্কুল, চট্টগ্রাম।

১২.রফরফের নুর সিদ্দিকা, সহকারী শিক্ষক, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। 

১৩.গোবিন্দ চন্দ্র দাস, সহকারী শিক্ষক, সাহেবদীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরসরাই, চট্টগ্রাম।