Loading..

ভিডিও ক্লাস

২৯ জুন, ২০২০ ০৯:১৬ অপরাহ্ণ

মূলধন ব্যয় (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

মূলধন ব্যয় (১ম অংশ-এর কনটেন্ট)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

পাঠ পরিচিতি-*

বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং

শ্রেণি: ৯ম - ১০ম শ্রেণি

অধ্যায়: ০৬ - মূলধন ব্যয়

পৃষ্ঠাঃ- ৬২ থেকে ৬৫



শিক্ষক পরিচিতি:

মনোয়ার হোসেন চৌধূরী।

B.Ed (NAEM), M.B.S (Accounting), B.B.S (Honors) 

পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান)

মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা।

মোবাইল নং-০১৯২০০০৩৬৯১।

https://www.facebook.com/mohive1

https://www.facebook.com/mohive

Page লিঙ্কঃ: https://www.facebook.com/mohive1990/

Class for Business Studies লিঙ্কঃ: https://www.facebook.com/watch/mohive...

ব্যাংক আমানত (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

লিঙ্কঃ https://youtu.be/55Reqs36RKg

playlists লিঙ্কঃ https://youtu.be/XtYayXg0jhA?list=PLv...



আঃ রহিমের ফ্রিজ কেনা-

আঃ করিমের সেলাই মেশিন কেনা-

শংকরের হুইল চেয়ার ও চুল কাটার মেশিন কেনা-


উপরের  কর্মকান্ড গুলোকে আমরা কি বলবো?-বিনিয়োগ সিদ্ধান্ত

বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পর কি করতে হবে?-অর্থায়ন


অর্থায়নের বিভিন্ন উৎস কি কি?

ব্যাংক ঋণ, মালিকের নিজস্ব মূলধন, বন্ধু-বান্ধব থেকে ধার।


এছাড়া আরও কিছু উৎস আছে…

শেয়ার, বন্ড, ডিবেঞ্চার।


অর্থায়নের উৎসে সুদ বা লভাংশ দিতে হয় ?

আজকের পাঠ শিরোনামঃ মূলধন ব্যয়


শিখনফলঃ-এই পাঠ শেষে শিক্ষার্থীরা -

সংজ্ঞা সহ মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে।

মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে।

ঋণ মুলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার ব্যয় এর গাণিতিক প্রয়োগ করতে সক্ষম হবে।


মূলধন ব্যয় কি?

সংক্ষিপ্তভাবে, বিভিন্ন উৎস হতে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে।

যেমনঃ 

ঋণের সুদ (ব্যাংক, ডিবেঞ্চার, বন্ড) 

শেয়ার লভ্যাংশ 

সুযোগ ব্যয়


মূলধন ব্যয়ের বিশদ সংজ্ঞা…

বিভিন্ন উৎস হতে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় করা প্রয়োজন, সেই হারকে তহবিলের খরচ (Cost of Fund) বা মূলধন ব্যয় বলা হয়। 


৬.০২ মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য

বিনিয়োগ সিদ্ধান্ত-সংক্রান্ত

মূলধন কাঠামো-সংক্রান্ত---কাম্য ঋণনীতি


কাম্য ঋণনীতি কি?

প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে, তাকে বুঝায়


ঋণ মূলধনঃ

কোম্পানি/প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ বাবদ যে মূলধন সংগ্রহ করে, তাকে ঋণ মূলধন  বলে।


ঋণ মূলধন ব্যয়ঃ

কোম্পানি /প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ বাবদ যে মূলধন সংগ্রহ করে যে সুদ প্রদান করে, তাকে ঋণ মূলধন  বলে।

সাধারণত, ঋণের সুদকেই ঋণ মূলধন ব্যয় বলে।

সূত্র প্রয়োগঃ কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় = করপূর্ব ঋণ মূলধন ব্যয় (1 – কর হার)


প্রত্যেকে সূত্রটি প্রয়োগ করে সমস্যাটি সমাধান করঃ

মনে কর, কোন কোম্পানির ঋনকৃত মূলধনের সুদ ১০% এবং কর হার ৪০%। কোম্পানির ঋণকৃত মূলধন ব্যয়ের হার কত?


মিলিয়ে নাওঃ

কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় 

= করপূর্ব ঋণ মূলধন ব্যয় (1 – কর হার)      

= ১০% ( ১ – ০.৪)

= ১০% × ০.৬

= ৬%


দলীয় কাজঃ- সময়- ০৫ মিনিটঃ 

ঋণ মূলধন কি?

উত্তরঃ ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করা।

ঋণ মূলধন ব্যয় কি?

উত্তরঃ ঋণ দাতাদের প্রত্যাশিত মুনাফা।

ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি কি?

উত্তরঃ করপূর্ব ঋণ মূলধন ব্যয় (1 – কর হার)

করের হার উল্লেখ না থাকলে সূত্রটি কেমন হবে?

উত্তরঃ করের হারের উল্লেখ না থাকলে ঋণের সুদ-ই ঋণ মূলধন ব্যয়। 


পাঠ মূল্যায়নঃ

উদ্দিপকটি পড়...

প্রিয়ন্তী টেক্সটাইল লিঃ এর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা যার মধ্যে প্রতিটি ১০ টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন ৫ কোটি, ৬% অগ্রাধিকার শেয়ার ৩ কোটি এবং অবশিষ্ট ৮% ঋণমূলধন। কোম্পানি এ বছর শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ প্রদান করে এবং প্রতি বছর ১০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়।


করণিয়ঃ প্রিয়ন্তী টেক্সাটাইলের ঋণ মূলধন ব্যয় নির্ণয় কর।


শেয়ার কি?

বড় অংকের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো


শেয়ার মূলধনঃ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার এর মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে, তাকে শেয়ার মূলধন  বলে।


শেয়ার মূলধন ব্যয়ঃ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার এর মাধ্যমে সংগ্রহকৃত মূলধন এর মালিকদের যে লভ্যাংশ প্রদান করতে হয়, তাকে শেয়ার মূলধন ব্যয়  বলে।


প্রচলিত দুটি শেয়ার:-

১। অগ্রাধিকার শেয়ার 

২। সাধারণ শেয়ার


অগ্রাধিকার শেয়ার কি?

আইন অনুযায়ী যে শেয়ার মালিকগণ অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায় তাকে, অগ্রাধিকার শেয়ার বলে।


সূত্র প্রয়োগঃ


প্রত্যেকে সূত্রটি প্রয়োগ করে সমস্যাটি সমাধান করঃ 

মনে কর, কোন কোম্পানির অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য ১১০ টাকা। কোম্পানি প্রতি শেয়ারে ৮ টাকা লভ্যাংশ প্রদান করে।

কোম্পানির অগ্রাধিকার শেয়ার ব্যয় কত?



মিলিয়ে নাওঃ


পাঠ মূল্যায়নঃ 

১। অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় হার…

২। অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রত্যাশিত আয়ের সময়…

৩। কোনটি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য?

*(i) শেয়ার বিক্রেতা লভ্যাংশ প্রদানে বাধ্য নয়।

*(ii) শেয়ার মালিকগণ লিখিত মূল্যের উপর লভ্যাংশ পায়।

(iii) শেয়ার বিক্রেতা সব সময় লভ্যাংশ প্রদানে বাধ্য।


মূল্যায়নঃ 

মূলধন ব্যয় কী?

মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য কয় ভাগে ব্যাখ্যা করা হয় ও কী কী?

কাম্য ঋণ নীতি বলতে কী বোঝায়?

অগ্রাধিকার শেয়ার কি?


বাড়িতে বসেঃ

উদ্দিপকটি পড়...

প্রিয়ন্তী টেক্সটাইল লিঃ এর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা, যার মধ্যে প্রতিটি ১০ টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন ৫ কোটি, ১০% অগ্রাধিকার শেয়ার ৩ কোটি এবং অবশিষ্ট ৮% ঋণ মূলধন। কোম্পানি এ বছর শেয়ার প্রতি ১ টাকা লভ্যাংশ প্রদান করে এবং প্রতি বছর ১০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য ১০০০ টাকা, বাজার মূল্য ৮২০ টাকা।

করণিয়ঃ- কোম্পানির অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় কর।  


ধন্যবাদ


সকলের সুস্বাস্থ্য

কামনায়


আল্লাহ হাফেজ