Loading..

ভিডিও ক্লাস

২৯ জুন, ২০২০ ০৯:১৮ অপরাহ্ণ

মূলধন ব্যয় (২য় অংশ-Ordinary Share Expenses )। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

মূলধন ব্যয়-Cost of Capital (Ordinary Share Expenses )

মূলধন ব্যয় (২য় অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

পাঠ পরিচিতি-*

বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং

শ্রেণি: ৯ম - ১০ম শ্রেণি

অধ্যায়: ০৬ - মূলধন ব্যয়

পৃষ্ঠাঃ- ৬৬ থেকে ৬৯


শিক্ষক পরিচিতি:

মনোয়ার হোসেন চৌধূরী।

B.Ed (NAEM), M.B.S (Accounting), B.B.S (Honors)

পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান)

মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা।

মোবাইল নং-০১৯২০০০৩৬৯১।

https://www.facebook.com/mohive1

https://www.facebook.com/mohive

Page লিঙ্কঃ: https://www.facebook.com/mohive1990/

Class for Business Studies লিঙ্কঃ: https://www.facebook.com/watch/mohive...

ব্যাংক আমানত (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম

লিঙ্কঃ https://youtu.be/55Reqs36RKg

playlists লিঙ্কঃ https://youtu.be/XtYayXg0jhA?list=PLv...


Video 2020 06 23 004855


উপরের  ছবিটি কিসের? = Dhaka Stock Exchange এর 

ব্যবসায়ে প্রচলিত প্রথম শেয়ারটির নাম কি? = সাধারন শেয়ার 

আজকের পাঠ শিরোনামঃ  সাধারন শেয়ার ব্যয় 


শিখনফলঃ-  এই পাঠ শেষে শিক্ষার্থীরা - 

• সংজ্ঞা সহ সাধারন শেয়ার মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 

• সাধারন শেয়ার মুলধন ব্যয় এর গাণিতিক প্রয়োগ করতে সক্ষম হবে। 

সাধারন শেয়ার মূলধন ব্যয় কি? 

• যে শেয়ারে নির্দিষ্ট পরিমানে সুদ প্রদান করেনা  কিন্তু ব্যবসায়ে পরিচালনায় অংশ গ্রহন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাকে সাধারন শেয়ার ব্যয় বলে । 


সাধারন শেয়ার ব্যয় এর সুত্র কয়টি ? 

১। শূন্য লভ্যাংশ বৃদ্ধি  পদ্ধতি 

২। স্থিরহারে  লভ্যাংশ বৃদ্ধি  পদ্ধতি 


সূত্র প্রয়োগঃ ১। শূন্য লভ্যাংশ বৃদ্ধি  পদ্ধতি 

পাঠ মূল্যায়নঃ উদ্দিপকটি পড়... সময়ঃ ৫ মিনিট 

একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্ ২৫০ টাকা। প্রতিষ্ঠানটি এ বছর প্রতি শেয়ারে ১২ % হারে লভ্যাংশ ঘোষনা করে। 

করনিয়ঃ কোম্পানির সাধারন শেয়ার মূলধন ব্যয়  নির্ণয় কর । 



সূত্র প্রয়োগঃ ২। স্থিরহারে  লভ্যাংশ বৃদ্ধি  পদ্ধতি 

পাঠ মূল্যায়নঃ উদ্দিপকটি পড়... সময়ঃ ৫ মিনিট 

একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ২০০ টাকা। কোম্পানিটি সমাপ্ত বছরে প্রতি শেয়ারে ১০ টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড  পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে ৫  শতাংশ হারে লভ্যাংশ দেয়। 

করনিয়ঃ কোম্পানির সাধারন শেয়ার মূলধন ব্যয়  নির্ণয় কর । 


মূল্যায়নঃ 

১। শেয়ার কাকে বলে? উত্তর- 

২। সাধারন শেয়ারের শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির  সূত্রটি বল। উত্তর- 

৩। সাধারন শেয়ারের স্থিরহার লভ্যাংশ পদ্ধতির সূত্রটি বল। উত্তর-


বাড়িতে বসেঃ উদ্দিপকটি পড়...

একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ৩০০ টাকা। কোম্পানিটি সমাপ্ত বছরে প্রতি শেয়ারে ১৫ টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড  পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে ৭  শতাংশ হারে লভ্যাংশ দেয়।     

করণিয়ঃ- কোম্পানির সাধারন শেয়ার  মূলধন ব্যয়  নির্ণয়  করে নিয়ে আসবে। 


ধন্যবাদ 

সকলের সুস্বাস্থ্য

কামনায় 

আল্লাহ হাফেজ