Loading..

খবর-দার

৩০ জুন, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ

অসুস্থ পৃথিবী

                           অসুস্থ পৃথিবী

                         মেহেদী হাসান রনি

       চারিদিকে শুনি শুধু চিৎকার, আর্তনাদ, আহাজারি,

        কোথাও পড়ে আছে নিথর দেহ কোথাও বা লাশের সারি।
        কতদিন দেখি না চারিদিক কোলাহলে মুখরিত,
        ওহ! কীভাবে দেখবো?
        সবাই তো অদৃশ্য ভয়ে শিহরিত।
        শুনেছি, এসেছে না-কি কী সব শব্দ
         লকডাউন, আইসোলেশন আর দূরত্ব,
        তাই শুনে মানব জাতি আজ নিস্তব্ধ।
         এবেলা, ওবেলা তিন বেলা করে
        শুনছি, দেখছি, জানছি পৃথিবীর খবর,
         দেশে দেশে না-কি খোড়া হচ্ছে একের পর এক গণকবর।
         ছিল আমাদের বড়ই বড়াই হা-হা,
        হঠাৎই হয়ে গেলাম ধরাশায়ী।
         অদৃশ্য এক ভয়ে আজ করছি সবাই ছোটাছুটি,
         কোথায় সেই অস্ত্র-শস্ত্র যা নিয়ে করেছিলাম লোটালুটি।
          হয়তো অপরাধ হয়েছিল আমাদের খুব বেশি,
          তাই তো প্রতিশোধ নিয়ে প্রকৃতি আজ মহাখুশি।
         কোথাও শুনেছি আশায় বাঁচে নিরাশা
          তাই তো দিনশেষে আমরাও করি সুস্থ পৃথিবীর প্রত্যাশা।

এসইউ/এমকেএইচ