Loading..

ভিডিও ক্লাস

০১ জুলাই, ২০২০ ০৯:০৫ পূর্বাহ্ণ

class eight_sub:ICT_chapter-5_path:45

আমাদের জীবনের সবক্ষেত্রেই যেহেতু ইন্টারনেটের একটি বড় প্রভাব আছে তাই শিক্ষা ক্ষেত্রেও তার একটি বড় প্রভাব থাকবে তাতে কোন সন্দেহ নাই।তোমরা যারা স্কুলে লেখাপড়া করছ,তারা হয়তো ইতিমধ্যেই সেটি লক্ষ করেছ।শুধু তাই নয়,এ বই এবং অন্য সকল পাঠ্যবই এনসিটিবির ওয়েবসাইটে রাখা আছে।শিক্ষাব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ইন্টারনেট বড় ভূমিকা রয়েছে। এছাড়াও দেশের অসংখ্য স্কুলকে পরিচালনা করার জন্যও ইন্টারনেট ব্যবহার করা হয়।এক সময় ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য সবকিছু ইংরেজিতে লিখতে হতো এবং তথ্যগুলো থাকতো ইংরেজিতে।বাংলাদেশে এখন পিপীলিকা নামে বাংলা সার্চ ইঞ্জিন  তৈরি হয়েছে, এখানে বাংলা লিখে প্রয়োজনীয় তথ্য খোঁজার কাজ করা যায়শিক্ষায় বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় আমাদের নানা ধরনের পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করতে হয়। অনেক ক্ষেত্রে পরীক্ষাটি কীভাবে করা যায় তার একটি কাল্পনিক(Virtual) প্রদর্শন করা সম্ভব। এটি ব্যক্তিগতভাবে একজন বা একটি প্রতিষ্ঠানের পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। সম্মিলিতভাবে গড়ে তোলা জ্ঞানভান্ডার ইন্টারনেটে রয়েছে,তাই বিজ্ঞানের অনেক এক্সপেরিমেন্ট যেটি আগে তোমার পক্ষে করা সম্ভব ছিল না এখন তুমি সেটি করার সুযোগ পেতে পারবে।মহাকাশে যে স্পেস স্টেশন রয়েছে, সেখানেও শিক্ষার্থীরা মহাকাশযাত্রীদের ভরশূন্য পরিবেশে কোন একটি পরীক্ষা করে দেখাতে অনুরোধ করতে পারে। মহাকাশচারীরা আনন্দের সাথে সেটি করে দেখান। ইন্টারনেট এখন শুধু পৃথিবীব্যাপী নয়। প্রথিবীকে ছাপিয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে।