Loading..

ম্যাগাজিন

০৩ জুলাই, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ

খালি চোখে ‘ফুটবল’


খালি চোখে ‘ফুটবল’ শুধুই খেলা? একটি চামড়ার গোলক নিয়ে দু’পক্ষের ২২ জনের লাথালাথি। দম, গতি, স্কিল, কায়দা-কৌশল, দক্ষতা আর মুন্সিয়ানার সমাহার। যা কখনো খেলা ছাপিয়ে শিল্প। নান্দনিকতা। সৃষ্টি আর সৃজনশীলতাও। যা দেখে দর্শক, সমর্থক ও ভক্তরা হন মুগ্ধ। মোহিত। এর বাইরে ফুটবল ভক্ত-সমর্থকদের আবেগ-উচ্ছ্বাস, ভালবাসা, নির্মল বিনোদন। উৎসব ও আনন্দর উপলক্ষ্যও। যার শেষ পরিণতি ‘গোল’। এই গোলই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। ভাগ্যের নিষ্পত্তি হয়। তাইতো ফুটবলে গোলই শেষ কথা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি