Loading..

ভিডিও ক্লাস

০৪ জুলাই, ২০২০ ১২:১১ পূর্বাহ্ণ

Sub: ICT | Class: XI & XII | Chapter-3 ( Number System & Digital Device) | Lesson-বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ ।

Sub: ICT | Class: XI & XII | Chapter-3

বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ

সংখ্যা হচ্ছে গণনা, পরিমাণ এবং পরিমাপ করার একটি উপাদান। আর সংখ্যা গঠনের প্রতীক বা চিহ্নগুলোকে অংক বলে। অংক দ্বারা সংখ্যা গঠিত। সকল অংক সংখ্যা  কিন্তু সকল সংখ্যা অংক নয়। সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি (Number System বলে। বিভিন্ন সংখ্যা পদ্ধতি রয়েছে। যেমন- Decimal, Binary, Octal, Hexadecimal Number System । মানুষ তার হিসাব-নিকাশ  কাজে Decimal Number System ব্যবহার করে। কম্পিউটার তার অভ্যন্তরীণ হিসাব-নিকাশ  কাজে Binary Number System এবং বাইনারি বিটকে গ্রুপ বা সেট করে পরোক্ষভাবে বিভিন্ন কাজে Octal ও Hexadecimal Number System ব্যবহার করে। এই ভিডিওটি দেখে শিক্ষার্থীরা... সহজে বিভিন্ন সংখ্যা পদ্ধতির  যোগের কাজটি করতে পারবে।