Loading..

প্রকাশনা

২১ সেপ্টেম্বর, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

কেমন মানুষ------------?
কেমন মানুষ ======= মানুষ যদি হই মোরা , কাজ নয় কেন মানুষের মত ? জ্ঞান বুদ্ধি থাকার পরেও, ভুল করি কেন শত শত ? সৃষ্টি কুলের সেরা জাতী, মানুষ মোরা জানি,, তার পরেও স্রষ্ঠার হুকুম, জেনেও কেন না মানি ? মানুষে মানুষে করি হানা হানি, পশুর মত আচরন,, হালাল হারাম সবই খাই, করি সদাই বিচরন ।। করিনা ভয় জবাব দিহিতার, আখিরাতের দিন,, হয়েছি মানুষ শ্রেষ্ঠ জাতী, আসলে নাই তার চিন ।। শুন হে মানুষ করে নাও হুস, ভাবো চক্ষু মুজে,, স্রষ্ঠার নিকট হিসাবের আগে, দেখনা নিজের আমল খুজে ? যদি পূণ্যের চেয়ে পাপ সমুহ, তোমার বেশী হয়,, ক্ষমা চেয়ে নাও স্রষ্ঠার নিকট, তবে আখিরাতে হবে জয় ।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি