Loading..

খবর-দার

০৫ জুলাই, ২০২০ ০৮:৪৫ অপরাহ্ণ

সারাদেশে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৌসুমি বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত। ফলে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৫৫ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।