Loading..

খবর-দার

০৬ জুলাই, ২০২০ ০৭:০২ পূর্বাহ্ণ

a2i & TESOL BANGLADESH কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী EXCLUSIVE TRAINING ON PRONUNCIATION AND PRESENTATION SKILLS FOR ICT4E DISTRICT AMBASSADOR TEACHERS (BATCH-03) প্রথম দু‘দিনে আমার অভিজ্ঞতা।

শুরুতেই আমি মহান সৃষ্টি কর্তার নিকট শোকরিয়া জ্ঞাপন করছি। তারপর ধন্যবাদ ও কৃজ্ঞতা জানাই a2i & TESOL BANGLADESH এর সাথে সংশ্লিষ্ট সকল কর্তা-ব্যক্তিদের যাদের ঐকান্ত প্রচেষ্টায় এই বৈশ্বিক মহামারীর মধ্য দিয়েও সারা দেশের বিভিন্ন অঞ্চলের জেলা অ্যাম্বাসেডর শিক্ষদের অবসর ও অস্বাদপূর্ণ জীবন থেকে ফিরিয়ে একটি জ্ঞানগর্ব প্লাটফর্মেে এনে দাড় করিয়েছেন। বিশেষ করে a2i এর Program Assistant তরুন এবং অত্যন্ত বিচক্ষণ শ্রদ্ধেয় জনাব Avijit Saha এবং TESOL BANGLADESH এর founder Mr. Ahmad Yeasir ‍Sir এর অসাধারণ ও মনমুগ্ধকর উপস্থাপনায় এবং তারই সাথে সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশগ্রহণে এই প্রশিক্ষণটি অত্যন্ত চমrকার প্রশিক্ষণ হিসেবে রূপ লাভ করেছে। জনাব অভিজিr সাহা এবং জনাব ইয়াছির স্যারের প্রতি রইল প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। a2i & TESOL BANGLADESH কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী EXCLUSIVE TRAINING ON PRONUNCIATION AND PRESENTATION SKILLS FOR ICT4E DISTRICT AMBASSADOR TEACHERS (BATCH-03) অনলাইন প্রশিক্ষণের প্রথম দু‘দিনের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি এবং অভিজ্ঞতা লাভ করেছি। বিশেষ করে ছাত্র-শিক্ষক সম্র্পক কিরূপ হওয়া দরকার, পাঠদান প্রক্রিয়া, শিক্ষক-অভিভাবকের মধ্য কী ধরণের আচরণ করা উচিত ইত্যাদি ইত্যাদি। প্রশিক্ষণলব্ধ জ্ঞান যাতে আমরা শেয়ারিং এর মাধ্যমে অন্যান্য শিক্ষকদের মধ্যে পৌঁছে দিতে পারি এবং বিদ্যালয় পর্যায়ে এর প্রয়োগ নিশ্চিত করতে পারি সেটাই হবে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বিগত দু‘দিনে যা যা শিখানো হয়েছে প্রতিটি বিষয়বস্তু একজন শিক্ষক হিসেবে আমাদের কর্মজীবনে এবং ব্যক্তিজীবনেও খুবই গুরুত্বপূর্ণ। আমি বিগত দু‘দিনসহ তৃতীয় দিনের সবগুলো বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ আর্টিক্যাল লিখবো প্রশিক্ষণ শেষে। জনাব ইয়াছির স্যার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে শ্রেণি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে দুটি Technic এর কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে TA এবং অন্যটি হচ্ছে Yes Game. আমি আশা রাখি যারা এই দুটি Technic বুঝেছেন তারা শ্রেণি কার্যক্রম পরিচালনায় আর কোনো অসুবিধা হবে না। আমি পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত একটি লেখা লিখবো।  সময় স্বল্পতার কারণে পুরো প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরতে পারিনি বলে আমি আন্তরিকভাবে  দু:খ প্রকাশ করছি। সর্বশেষ ৩দিন ব্যাপী প্রশিক্ষণের তয় দিনের প্রশিক্ষণে আরো নতুন ও চমrকার চমrকার উপহার পাওয়ার অপেক্ষায় a2i এর Program Assistant Mr Avijit Saha Sir এবং TESOL BANGLADESH এর founder Mr. Ahmad Yeasir ‍Sir এর  নিকট ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।