Loading..

উদ্ভাবনের গল্প

০৬ জুলাই, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি

আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চন্দ্রদীঘি আলিম মাদ্রাসাটি 1977 সালে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন গোবিন্দপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি চন্দ্রদীঘি আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে 2001 সালে যোগদান করে অদ্যাবধি চাকুরি করছি। প্রতিষ্ঠানটি বগুড়া-নওগাঁ মহাসড়কের পার্শ্বে অবস্থিত। মহাসড়কটি মাদ্রাসা পার্শ্বে দিয়ে অতিবাহিত হলেও মাদ্রাসাটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এই মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যন্ত দরিদ্র ও অশিক্ষিত পরিবারের। রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রোসিং চিহ্ন, গতিরোধক ও ট্রাফিক সাইনের সামনে স্কুল এই কথাটি লেখা না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় সড়ক দূর্ঘটনার শিকার হয়। শিক্ষার্থীদের কীভাবে দূর্ঘটনার কবল থেকে রক্ষা করা যায় এবং সচেতন করা যায়; এটা নিয়ে অধ্যক্ষের সাথে একটি মিটিং করি। মিটিং করার পর 10ম শ্রেণির শিক্ষার্থীদের ‘ট্রাফিক সাইন’-এর বিভিন্ন সাইন নিয়ে তাদের সচেতন করি। ১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতেকটি ক্লাসের শিক্ষার্থীদের সচেতন করে। এতে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যায়। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।