Loading..

ম্যাগাজিন

০৭ জুলাই, ২০২০ ১২:৫৪ পূর্বাহ্ণ

একটি প্রশিক্ষণ ও কিছু ইতিহাস।

Exclusive training on pronunciation and presentation skills for ICT4E District Ambassador Teachers ( batch- 3  )  হ্যাঁ আমি এই প্রশিক্ষণের কথাই বলছি। TESOL Bangladesh ও a2i এর উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে প্রায় ৪ ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো আমার কানে সেই সাউন্ড আসছে। চোখের সামনে ভেসে উঠছে সেই ম্যাজিকম্যানের ছবি।  যার কৌশল ও উপস্থাপন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমরা প্রায় ৪০০ প্রশিক্ষনার্থী। আপনারা নিশ্চয়ই এএতোক্ষণে বুঝতে পারছেন আমি কার কথা বলছি, তিনি হচ্ছেন আমার দেখা সবচেয়ে দক্ষ,  হাসিখুশি ও বিনয়ী প্রশিক্ষক জনাব Mohammad Yeasir স্যারের কথা বলছি। তিনদিন ব্যাপী  Virtual প্রশিক্ষণ ০৪/০৭/২০২০ ইংরেজি থেকে ০৬/০৭/২০২০ ইংরেজি তারিখে সফল সমাপ্তি হয়। এতে যারা বিভিন্ন সেশনে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের জৌলুস বাড়িয়েছেন তারা হলেন শ্রদ্ধেয় Avijit Saha sir  কর্মকর্তা a2i,  জনাব  Mohammod Kobir Hossain sir কর্মকর্তা a2i জনাব  Md. Didar Chowdhury sir Teachers Training College Sylhet. জনাব Abdullah sir  Teachers Training College Sylhet. জনাব Rofiqul Islam sir DEO Mymensing. জনাব Md. Akhtar Hossain Kutubi sir DEO Comilla সহ অনেক গুণীজন। শিক্ষকতা পেশায় আমার ১৫ বছর চলছে। এই ১৫ বছরে অনেক প্রশিক্ষণ গ্রহণ করেছি ও নিজে প্রশিক্ষণ করিয়েছি।  Yeasir স্যারের কাছ থেকে এই প্রশিক্ষণ নেয়ার পর এটা বুঝেছি যে শিক্ষক হিসেবে যারা প্রশিক্ষণ পাননি তারা অতৃপ্তই রয়ে গেছেন। একটি প্রশিক্ষণ কীভাবে একজনের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে তা এ প্রশিক্ষণ না করলে  কিছুতেই বুঝতে পারতামনা। পুরো প্রশিক্ষণজুড়ে Yeasir  স্যারকে যতই দেখেছি ততই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম উনার প্রতিটি কথা ও কৌশল। প্রিয় মাতৃভূমিকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এমন প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। পেশাগত জীবনে আমরা সবাই কমবেশি ইংরেজি ব্যবহার করে থাকি।  এই প্রশিক্ষণের মাধ্যমে এটা আমার কাছে স্পষ্ট হয়েছে যে ইংরেজি যদি সাগর হয় তবে আমি এ সাগরের একটি বালুকণা মাত্র। তাই আমি মনে করছি এসব প্রশিক্ষণ সকল শিক্ষকেরই পাওয়া উচিৎ।  একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের ভবিষ্যত প্রজন্মকে ইংরেজি ও আই সি টি বিষয়ে যথেষ্ট দক্ষ হতে হবে।  না হয় সমসাময়িকদের থেকে তারা অনেক পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে আমাদের প্রিয় মাতৃভূমি। আমি  কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি  যাদের অক্লান্ত পরিশ্রম ও মেধায় আমাদের জন্য এমন সুন্দর আয়োজন করে দিয়েছেন। বিশেষ কৃতজ্ঞতা a2i এর প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দু' জন প্রিয় ব্যক্তিত্ব জনাব কবির হাসান স্যার ও জনাব অভিজিৎ সাহা স্যারের প্রতি। এমন একটি প্রশিক্ষণে আমরা তিন ব্যাচে প্রায় ১৫০০ শিক্ষক মিলিত হয়েছিলাম  যা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম। প্রত্যাশা থাকলো আবারো আমরা এমন প্রশিক্ষণে মিলিত হবো সকল ICT4E জেলা এম্বাসেডর শিক্ষকগন ও সকল শিক্ষকবৃন্দ।                                                                                                      

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি