Loading..

উদ্ভাবনের গল্প

০৮ জুলাই, ২০২০ ০৬:১৮ অপরাহ্ণ

সংগ্রামী জীবন সাফল্যের ভিত্তি

জীবন মহামূল্যবান। সৃষ্টিকর্তা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে জীবন দিয়েছেন। জীবন কোন খেলনার বস্তু নয়, যাকে চাইলেই ছুড়ে ফেলে দেয়া যায়। জীবন তখনই সার্থক হয় যখন একে মনের মত করে গড়ে নেয়া যায়। আর গড়ে নেয়া জীবনে বিচরণ মানে মুক্ত বিহঙ্গের মত আকাশে উড়া। জীবনকে গড়তে হলে চাই ধৈর্য্য, সহিষ্ণুতা, শ্রম আর অধ্যবসায়। সর্বোপরি প্রয়োজন সংগ্রামী জীবন প্রতিপালন করার মাধ্যমে সফলতার ধারপ্রান্ত উন্মোচিত হয়। মুক্ত মনের মধ্যে মুক্ত চেতনার ভাব উন্মোচন করাই জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া বাঞ্চনীয়।