Loading..

খবর-দার

১২ জুলাই, ২০২০ ০৮:৪৩ অপরাহ্ণ

ঈদুল আজহার জামাতও মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঈদুল আজহার জামাতও মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। করোনার সংক্রমণ ঠেকাতে ঈদগাহে কিংবা খোলা জায়গায় এবারেও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। রোববার (১২ জুলাই) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

করোনার কারণে গতে ২৫ মে অনুষ্ঠিত ইদুল ফিতরের জামাতও খোলা জায়গার পরিবর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে আদায় করা হয়। এ ব্যাপারে আগেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়।