Loading..

খবর-দার

১২ জুলাই, ২০২০ ১১:০৩ অপরাহ্ণ

অধ্যাপক পদে পদোন্নতির সভা ১৯ জুলাই

অবসান হতে যাচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা' ক্যাডারের ১৪ ব্যাচের বঞ্চনা। ১৯ জুলাই বিভাগীয় পদোন্নতি কমিটির সভা আহ্বান করা হয়েছে। পদাধিকারবলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ডিপিসির সভায় সভাপতিত্ব করবেন। সব প্রক্রিয়া শেষ করে জুলাই মাসের মধ্যেই অধ্যাপক পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার চিন্তা রয়েছে।

জানা যায়, সাড়ে ৬৫০ জনকে অধ্যাপক করা হতে পারে। তাদের মধ্যে ১৪ ব্যাচের বঞ্চিত সবাই থাকবেন আশা করা যাচ্ছে। ১৪ ব্যাচের একটি অংশ দুই বছর আগেই অধ্যাপক হয়েছেন। এই ব্যাচের ৫৮৫ জন অধ্যাপক পদের জন্য ফিটলিস্টে আছেন। আর ১৫তম ব্যাচের রয়েছেন ১৯ জন। ১৬ ব্যাচের বাংলার ২১ সহ প্রায় ৪০ জন।

তবে, একাধিক সূত্রমতে, এসিআরে বিরূপ মন্তব্য, বিদেশে থাকা, ১৫ বছরপূর্তিতে পদোন্নতিসহ বিভিন্ন কারণে এই তিনব্যাচের অনেকেই অধ্যাপক পদে পদোন্নতি পাবেন না।  

শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার কর্মকর্তারা জানান, সর্বশেষ ২০১৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে এ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। পদোন্নতি নিয়মিত প্রক্রিয়া হলেও প্রায় দু'বছর ধরে কোনো পদোন্নতি হয়নি এই ক্যাডারে।