Loading..

খবর-দার

১৩ জুলাই, ২০২০ ১২:৪৮ অপরাহ্ণ

ওয়াই ডব্লিউ সি এ স্কুল বেতন ৫০ ভাগ কমানোর দাবিতে অভিভাবকদের স্মারকলিপি

রাজধানীর ধানমন্ডির ওয়াই ডাব্লিউ সি এ স্কুলের মাসিক বেতন ৫০ ভাগ কমানোর দাবি জানিয়ে ঐ স্কুলের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে অভিভাবকবৃন্দ।

গতকাল দুপুরে স্মারকলিপি প্রদানের সময় অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষিকা ও অন্য শিক্ষিকাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। স্মারকলিপিতে অভিভাবকবৃন্দ দাবি করেছেন, করোনা মহামারিতে দেশের অন্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কেউ মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ জানানো হয়।

স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহা অভিভাবকদের বেতন কমানোর আবেদনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বেতন কমানোর আবেদনপত্র স্কুল পরিচালনা পর্ষদের কাছে পাঠিয়েছেন। পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে।