Loading..

খবর-দার

১৫ জুলাই, ২০২০ ০৬:১৫ অপরাহ্ণ

ফজলে কবির আবারো গভর্নর পদে নিয়োগ পেলেন

সরকার সাবেক গভর্নর ফজলে কবিরকে আবারও বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে। বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন ২০২০ এর অনুচ্ছেদ ১৩(৩) এবং ১০(৫) এর বিধান অনুযায়ী জনাব ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হলো।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স নির্ধারিত ছিল ৬৫ বছর। সরকার ‍দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করে আইন পাস করেছে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে।