Loading..

খবর-দার

১৬ জুলাই, ২০২০ ০১:৫০ পূর্বাহ্ণ

মুজিব জন্মশতবর্ষ-২০২০ উপলক্ষ্যে " জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী " নতুন প্রজন্মের জন্য আমার একটি ক্ষুদ্র উপহার:

শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এমডিন মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা মহোদয়,  সেরা উদ্ভাবক মহোদয়, সেরা নেতৃত্ব মহোদয়, আইসিটি4E জেলা অ্যাম্বাসেডর মহোদয়, বাতায়নের সাথে সংশ্লিষ্ট সন্মানিত সকল শিক্ষকবৃন্দকে আমার এ পাক্ষিকে আপলোডকৃত মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে " জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী" নিয়ে আমার লেখার উপর ভিত্তি করে লাইক, গঠনমূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমার আইডি নং- [email protected].

 করোনাকালিন সময়ে এদীর্ঘ তিন(০৩) মাস চেষ্টার পর বাংলাদেশের মহান স্থপতি " জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী" নিয়ে আমার লেখার দু:সাহসিক কাজটা কিছুটা সম্পন্ন করতে পেরে একজন বাঙালি হিসাবে নিজেকে গর্ববোধ করছি। " জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী" নিয়ে আমার লেখা আপনাদের সকলকে সম্পূর্ণরূপে দেখার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি।