Loading..

উদ্ভাবনের গল্প

১৬ জুলাই, ২০২০ ০২:০৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি

    • সপ্তম শ্রেণির ধারাবাহিক মূল্যায়নঃ

    • মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করবে শিক্ষার্থীরা। তৈরি করবে প্রতিবেদন ও ভিডিও ডকুমেন্টারি। তার মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষায়। সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং বিশালতাকে যারা নিজ চোখে দেখেছেন ও জেনেছেন সেই প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে হবে চেতনার সেতুবন্ধন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই মহান কর্মযজ্ঞের অংশ হতে পেরে আমরা দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবার গর্ববোধ করছি। শুধু জিপিএ-৫ এর প্রতিযোগিতা নয়, বরং এমন সৃজনশীল কাজের মধ্য দিয়েই অর্জিত হবে গুণগত শিক্ষা।
    • এই কার্যক্রমে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে উপজেলার শ্রেষ্ঠ ডকুমেন্টারি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছি।
    • শিক্ষার্থীরা যাতে হাতে কলমে শিখতে পারে তার জন্য যথাযথ ব্যাবস্থা নিয়েছিলাম। শিক্ষার্থীরা বিষয়টিকে দারুণভাবে নেওয়ার ফলে তারা দেশপ্রেম উজ্জীবিত হয়েছে।
    • এছাড়াও বঙ্গবন্ধু সম্পর্কে জানার পাশাপাশি তারা মুক্তিযুদ্ধাদের সান্যিধ্য পেয়ে নিজেদেরকে আদর্শ দেশ প্রেমিক মানুষ হিসাবে তৈরি করতে অঙ্গীকারাবদ্ধ।