Loading..

খবর-দার

১৭ জুলাই, ২০২০ ০১:৩৮ অপরাহ্ণ

কবিতাঃ " করোনা ও করনীয়" । মোঃ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক (গণিত) সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ রামরামপুর, উপজেলাঃ বকশীগঞ্জ,জেলাঃজামালপুর। মোবাইল নম্বরঃ 01722703727

কবিতা, " করোনা ও করনীয়"

 

করোনা ভাইরাস রোগের লক্ষন

শরীরে থাকবে জ্বর,

সর্দি কাশি স্বাসকস্ট

এসে করবে ভর ।

 

হাচির সাথে গলা ব্যথা

বুকের ভিতর কফ,

নিজের ঘরে থাকবে বসে

সকল কিছু অফ ।

 

সেবা দিতে রয়ে গেছে

স্বাস্থ্য বাতায়ন ,

সু-ব্যবস্থা করবে দিলে

হটলাইনে ফোন ।

 

হাচি-কাশি দিতে  করবে

রুমাল ব্যবহার,

সাবান দিয়ে হাত ধুয়ে

রাখবে পরিষ্কার ।

 

বাচার জন্য সকল সময়

মাক্স রাখবে মুখে,

নিয়মমাফিক চললে আবার

থাকবে পরম সুখে ।

 

চোখ, নাক , খালি হাতে

স্পর্শ করা ভুল ,

সবার জন্য অবহেলা

রোগ ছরানোর মূল ।

 

আমরা সবাই স্বাস্থ্যবিধি

মানব অকপটে ,

সচেতন থাকলে আবার

বিপদ নাহি ঘটে ।

 

বিদেশ হতে আসলে দেশে

নিরাপদে ঘরে,

থাকবে পৃথক বের হবে

চৌদ্দ দিবস পরে ।

 

তিন ফুট দূরে থাকি

জনবহুল স্থান,

পরিহার  করি সভা-সমাবেশ

সামাজিক অনুষ্ঠান ।

 

সেবা দিতে সেনা পুলিশ

সকল প্রশাসন,

নামছে মাঠে দেশের মানুষ

করতে সচেতন ।



মোঃ সাইফুল ইসলাম

  সহকারী শিক্ষক (গণিত) 

সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, 

ডাকঘরঃ রামরামপুর, উপজেলাঃ বকশীগঞ্জ,জেলাঃজামালপুর। 

মোবাইল নম্বরঃ  01722703727