Loading..

প্রকাশনা

১৮ জুলাই, ২০২০ ০৯:২৬ অপরাহ্ণ

কবিতাঃ " কোরবানি " । মোঃ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক (গণিত) সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ রামরামপুর, উপজেলাঃ বকশীগঞ্জ,জেলাঃজামালপুর। মোবাইল নম্বরঃ 01722703727

“কোরবানি “

 

কোরবানি! হে পবিত্র কোরবানি!

ইব্রাহীম (আঃ) পেলেন স্বপ্ন যোগে

আল্লাহর আদেশ খানী।

সব চেয়ে প্রিয় বস্তু

কোরবানি দিতে হবে,

ইসমাইল আমার স্নেহের পুত্রের

ঘটনা জানাই তবে।

পিতার আদেশ শ্রবন করে

পুত্র হলেন রাজি,

আল্লাহর হুকুম পালন করিতে

আমি এখনই সাজি।

গোসল করালেন সুন্দর করে

জামা দিলেন গায়,

পিতা পুত্রের ঈমানী পরীক্ষা

তপ্ত বালুকায়।

ধু-ধু প্রান্তর পবিত্র মিনা

নির্জন নিরিবিল,

রাস্তায় ধোকা দিল তিনবার

শয়তান আজাজিল।

ইসমাইল সেচ্ছায় শুইলেন গিয়ে

ধারাল ছুরির তলে,

কঠিন হাতে চালোন ছুরি

প্রিয় পুত্রের গলে।

অনেক চেষ্টা করার পরে

কাঁটেনা এক চুল,

পুত্রকে দাড় করায়ে খোজেন

কোথায় হয়ছে ভূল।

হয়তো আপনি ছুরি চালাতে

দেখেন আমার মুখ,

কম্পিত হয় হৃদয় খানি

ক্রন্দনে ভরে বুক।

মোটা কাপড়ে আপনার চোখ

শক্ত হাতে বেধে,

স্ব-করুণ দৃশ্য দেখার পরে

উঠিতে পারেন কেদেঁ।

আমাকে বাধেন মজবুত করে

ছট-ফট করিতে পারি,

পিতার আদেশ পুত্রের পালন

কার তাকওয়া ভারি?

এবার শোয়ালেন উপর করে

মোচর পারা ঘাড়,

ধাড়ালো ছুরি কচি গলায়

নিমিষে করিবে পার।

শরীরের যত শক্তি ছিল

প্রয়োগ করিল সব,

গায়েবী আওয়াজ, "ওহে ইব্রাহীম"

ডেকে বল্লেন রব।

স্বপ্নকে তুমি বাস্তবে রূপ

রাখিলেনা বিন্দু বাকি

সৎ কর্মশীলদের প্রতিদান

আমি দিয়ে থাকি।

হাতের আন্দাজ বুঝিতে পেরে

ইব্রাহীম (:) খুশিতে হাসে,

বেহেস্তী দুম্বা কবুল হল

ইসমাইল দাড়াঁয়ে পাশে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি