Loading..

ম্যাগাজিন

১৯ জুলাই, ২০২০ ০৬:০২ পূর্বাহ্ণ

ভেষজ ঔষধ- বাসক, সৈয়দা শাহিনুর পারভীন, হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়।



ভেষজ গুণাগুন - (বাসক)

* শিশুর পেটে কৃমি থাকলে বাসকের ছালের ক্বাথ খাওয়ালে এর উগ্র তিক্ত সাত কৃমি বের হয়ে যা

* যাদের হাঁপানির টান আছে তারা বাসক পাতা শুকন করে, ওই পাতা বিডি চুরুটের মত পাকিয়ে এর সাহায্যে ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হ

* যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ চলে যাবে

* বাসকপাতার রস ও শঙ্খচূর্ণ মিশিয়ে নিমিত ব্যবহার করলে রং ফরসা হবে।

* এক কলসি পানিতে তিন-চারটি বাসকপাতা ফেলে তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যা। এরপর ব্যবহার করতে পারেন।

* পাতার রস নিমিত খেলে খিচুনি রগ দূর হয়ে যা

* বাসক পাতার রস মাথা লাগালে উকুন চলে যা

*বাসক পাতা বা ফুলের রস এক বা দুই চামচ মধু বা চিনি দিয়ে খেলে জন্ডিস ভাল

*শরীরে দাদ থাকলে বাসক পাতার রস লাগালে ভালয়ে যা

অন্যান্য উপকারিতা

বাসকের পাতা সবুজ খাদ্য হিসেবে ব্যবহৃত হ এবং পাতা থেকে হলদে যা। বাসক পাতা এমন কিছু ক্ষারী পদার্থ আছে যা ফলে ছত্রাক জন্মানা এবংকামাক ধরে না বলে ফল প্যাকিং এবং সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়পাতায় কিছু দুগন্ধ আছে বলে পশুরা মুখ দে না। সেই কারণে চাষ আবাদের জন্য জমি উদ্ধারের কাজে বাসকের পাতা বিশেষ উপকারী।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি