Loading..

প্রকাশনা

১৯ জুলাই, ২০২০ ১১:১২ অপরাহ্ণ

‘আমার ঘরে আমার স্কুল’ একটি সময়োপযোগী পদক্ষেপ , নির্মল মৃধা,সহঃ শিক্ষক, শহীদপুর খান এ সবুর মাঃ বিঃ, তেরখাদা, খুলনা।

আমার ঘরে আমার স্কুলএকটি সময়োপযোগী পদক্ষেপ , নির্মল মৃধা,সহঃ শিক্ষক, শহীদপুর খান এ সবুর মাঃ বিঃ, তেরখাদা, খুলনা

 

 

আমার ঘরে আমার স্কুল’ একটি সময়োপযোগী পদক্ষেপ  

     কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সকলকে অবশ্যই ঘরে থাকতে হবে। আর সেইসব কোমলমোতি শিশুদের শিক্ষার যাতে কোনো ক্ষতি না হয় বা শিক্ষা ব্যবস্থা যাতে ব্যাহত না হয় তার জন্য নেওয়া হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। সরকারের সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার এবং পূনঃপ্রচার করা হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের পাঠদান। যার শিরোনাম হচ্ছে   ‘আমার ঘরে আমার স্কুল’।  ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদান কার্যক্রম আশাবাদী ফল আসবে বলে আমি বিশ্বাস করি। আমাদের অভিভাবকদেরও অবশ্যই সচেতন হতে হবে। 

শুভেচ্ছান্তে- নির্মল মৃধা

জেলা এম্বাসেডরখুলনা। 

সহকারি শিক্ষক

মোবাঃ ০১৭৪০-৬২৫৭০২

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি