‘আমার ঘরে আমার স্কুল’ একটি সময়োপযোগী পদক্ষেপ , নির্মল মৃধা,সহঃ শিক্ষক, শহীদপুর খান এ সবুর মাঃ বিঃ, তেরখাদা, খুলনা।

‘আমার ঘরে আমার স্কুল’ একটি
সময়োপযোগী পদক্ষেপ , নির্মল মৃধা,সহঃ শিক্ষক,
শহীদপুর খান এ সবুর মাঃ বিঃ, তেরখাদা, খুলনা।
‘আমার ঘরে আমার স্কুল’ একটি
সময়োপযোগী পদক্ষেপ
কোভিড-১৯ এর
কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সকলকে অবশ্যই ঘরে
থাকতে হবে। আর সেইসব কোমলমোতি শিশুদের শিক্ষার যাতে কোনো ক্ষতি না হয় বা শিক্ষা
ব্যবস্থা যাতে ব্যাহত না হয় তার জন্য নেওয়া হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। সরকারের
সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার এবং পূনঃপ্রচার করা হচ্ছে কোমলমতি
ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের পাঠদান। যার শিরোনাম হচ্ছে ‘আমার ঘরে আমার স্কুল’। ষষ্ঠ থেকে দশম
শ্রেণীর পাঠদান কার্যক্রম আশাবাদী ফল আসবে বলে আমি বিশ্বাস করি। আমাদের অভিভাবকদেরও অবশ্যই সচেতন হতে হবে।
শুভেচ্ছান্তে- নির্মল মৃধা
জেলা এম্বাসেডর, খুলনা।
সহকারি শিক্ষক
মোবাঃ ০১৭৪০-৬২৫৭০২

মতামত দিন


আবু তাহের মোহাম্মদ আমীরুন্নবী চৌধুরী
লাইক, পূর্ণ রেটিং ও কমেন্টসহ অভিনন্দন ও শুভকামনা।

Most Marju Ara Begum
লাইক ও পূর্ণরেটিং সহ শুভকামনা। আমার আবলোডকৃত ব্লগ দেখার অনুরোধ রইলো।

আবু হোসাইন মোঃ আসাদুল ইসলাম
লাইক ও পূর্ণরেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা। আমার এ পাক্ষিকের ৩৬তম আপলোডকৃত ৫ম শ্রেণির আয়ত, নির্দেশনামুলক চিত্র অঙ্কন (পৃষ্টা-১০১) কনটেন্ট দেখে মূল্যবান লাইক, রেটিং ও মতামত দানের জন্য বিনীত অনুরোধ রইল।

মোছাঃ লাকী আখতার পারভীন
লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্টগুলো দেখে সুচিন্তিত মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

মোছাঃ মারুফা বেগম
লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । আমার আপলোডকৃত কনটেন্টগুলো দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইল।

মোঃ রওশন জামিল
পূর্ণ রেটিংসহ শুভ কামনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ্য থাকুন।
সাম্প্রতিক মন্তব্য