Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ জুলাই, ২০২০ ০১:২০ অপরাহ্ণ

সেরা কন্টেন নির্মাতা ও সেরা অনলাইন স্কুল শিক্ষক

প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি জাতির জনক বঙ্গবন্ধু এর কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নায়ক ও রুপকার।  আমরা দূরে থেকেও কাছে থাকবে এমন চিন্তাধারা হইত একসময় আমাদের কাছি দিবা স্বপ্নছিল।কিন্তু সময়ে ব্যবধানে আজ আমরা কত কাছে, পুরোবিশ্ব আজ আমাদের হাতের মুঠোই, এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয়প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয় এর অক্লান্ত পরিশ্রমে। যিনি আমাদের আপাদমস্তক কে আজ ৫০ টি বর্ণমালায় রুপান্তর করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানায় a2i কে, যার মাধ্যমে আজ প্রায় ৫ লক্ষ শিক্ষক এক পরিবারে আবদ্ধ। এই শিক্ষার প্লাটফর্মে শিক্ষকদের  সেরা অজর্নটা কে মূল্যায়নের মাধ্যমে a2i  শিক্ষকদের আরো গৌরবান্বিত করেছেন। সময়ের বিবর্তনে সবকিছু নতুন নতুন সেরা উদ্ভাবনী চিন্তা ধারায় সংযোজন হচ্ছে এই শিক্ষার প্লাটফর্মে, যা শিক্ষক শিক্ষার্থী সবার জন্য কল্যাণের।  তাই এই বিশ্ব মহামারীতে থেমে নেই আমাদের উদ্ভাবন,  বিশ্বের সাথে তালমিলিয়ে আজ আমরাও প্রবেশ করেছি অনলাইন স্কুলের দিকে, এখনে একটি কথা না বললেও নয়, জাতির জনক বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনের কথা মনে পড়ে যায়, " তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে মাঠে নেমে পড়, জয় আমাদের  হবেই ইনশাআল্লাহ , এই বাণীকে বুকে ধারণ করে শিক্ষকরা আজ মাঠে নেমে গেছে অনলাইন স্কুল কে সফল করার জন্য, আশা করি আমরা জয় হব, ইনশাআল্লা,তাই এই ধারাবাহিকতায় যেহেতু আগে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচন করে শিক্ষকদের কাজের মূল্যায়নে করা হয়, বর্তমানে যদি তার পাশাপাশি অনলাইন স্কুল সেরা শিক্ষক নির্বাচন করা যেত, তাহলে হইত শিক্ষক সমাজ আরো উৎসাহ পেত, বিষয়টা বিশেষ বিবেচনা করার জন্য সংশ্লিষ্টকর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি, ধন্যবাদ, ভূলত্রুটি ক্ষমা মার্জনীয়   

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি