Loading..

ম্যাগাজিন

২৩ জুলাই, ২০২০ ১২:২৬ পূর্বাহ্ণ

a2i এবং TESOL BANGLADESH এর যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী অনলাইন প্রশিক্ষণ অভিজ্ঞতা

জেলা অ্যাম্বাসেডর শিক্ষক নিয়ে ০৪/০৭/২০২০ ০৬/০৭/২০২০ খ্রিঃ পর্যন্ত তিনদিন ব্যাপি TESOL BANGLADESH a2i এর যৌথ উদ্যোগে অনলাইন প্রশিক্ষণ “EXCLUSIVE TRAINING ON PRONUNCIATION & PRESENTATION SKILLS FOR ICT4E DISTRICT AMBASSADOR TEACHERS (BATCH-3)” এর-  

-:প্রশিক্ষণ অভিজ্ঞতা:-

শুদ্ধ উচ্চারণে ইংরেজী ভাষা শেখার একমাত্র সংস্থা TESOL BANGLADESH এর প্রতিষ্ঠাতা, শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইয়াসির স্যার আমাদের সামনে তুলে ধরলেন আমাদের করা জাতীয় ভুলগুলো ।

'Mistakes are our syllabus' এই sentence দিয়ে ট্রেনিং শুরু ।যেমন Form fill in কে বলি form fill up, Day off কে বলি off day

ট্রেনিংয়ে সম্মানীত মোহাম্মদ ইয়াসির স্যার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তুলে ধরেছেন তা হলো:

১। একজন শিক্ষক সবসময় হাসিখুশি থাকবে, এটা না করতে পারলে শিক্ষকতায় আসার দরকার নাই।

২। Learning by example অর্থ্যাৎ সরাসরি না পড়িয়ে উদাহরনের মাধ্যমে পড়ালে শিক্ষার্থীর শিখন স্থায়ী হয়।

৩। অহমিকা করলে শয়তান হওয়া যায়। শিক্ষকের মাঝে অহমিকা নয় বরং স্মার্টনেস থাকবে।

৪। Abbreviation এর শেষ অক্ষর জোরে বলতে হবে মানে শেষ অক্ষরটি high scale হবে।

৫। ইংরেজী শব্দ বা বাক্য উচ্চারণের ক্ষেত্রে তিনটি স্কেল রয়েছে: low scale, middle scale and high scale

৬। তুমি একটি কনসেপ্ট ভালো করে বুঝেছ তখনই দাবি করবে যখন তোমার কনসেপ্ট একজন ছয় বছরের বাচ্ছা বুঝতে পারে।

৭। প্রতিটি sentence এর main word টি high scale হবে। যেমন: I haven't read it yet. এখানে read শব্দটি main word তাই এটিকে high scale এ উচ্চারণ করতে হবে।

৮। একটি sentence এর দুটি অংশই Interrogative হবেনা। যেমন: Do you know what is the price? এটি ভুল। সঠিক হবে- Do you know what the price is?

৯। Shall এর past form হিসেবে অনেকেই should ব্যবহার করেন যা একটি জাতীয় ভুল। Shall এর কোনো past form নেই।

১০। Mr Hamid has written this dictionary, এটি ভুল Sentence Dictionary কখনো লেখা হয়না বরং এটি সংকলন করা হয় তাই written না লিখে edited/complied/published লিখতে হবে।

১১। TOT (Train of Thought) এর মানে হচ্ছে, আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের ব্রেইন এক দিকেই কাজ করতে পারে। বিভিন্ন দিকে মনোযোগ দিলে কোনোটাই ভালোভাবে হয় না।

১২। হাত ইশারা করা মানে এক হাতকে শিক্ষার্থীদের দিকে তুলে ধরে কিছু বলাকে Rude Body Language বলা হয়েছে।

১৩। ইংরেজীতে ২৬টি বর্ণের সঠিক উচ্চারণ এবং ৪৪টি ধ্বনির মধ্যে ২৪টি consonant sound ৬ বিটের মাধ্যমে শিখালেন।

১৪। তিনি দুজন Native speaker মাধ্যমে এবং Cambridge dictionary এর সহায়তায় দেখিয়ে দিয়েছেন, আমরা কতটা ভুল ভাবে ইংরেজি শিখে এসেছি। তিনি তাঁর উদ্ভাবিত ছন্দে ছন্দে বিট এবং Body language ব্যবহার করে, কিভাবে দ্রুততার সহিত IPA (International Phonetic Alphabet) শেখা যায়, সে কৌশলগুলো আমাদেরকে শেখালেন।

১৫। তিনি আমাদের শিখিয়েছেন শিক্ষকদের শ্রদ্ধা করতে এবং শিক্ষার্থীদের কাছে প্রিয়ভাজন হতে।

১৬। তিনি শিখিয়েছেন EGO (Everything gets out) থাকলে কিছুই শেখা যায় না।

 

প্রশিক্ষনের শেষ দিনে ভার্চুয়ালি সম্মানীত ও শ্রদ্ধেয় কবির স্যার এবং রায়হানা ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে।

 

আমাকে এ প্রশিক্ষনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য a2i-কে অসংখ্য ধন্যবাদ জানাই। 


সালামান্তে-

মোহাম্মদ সাহাব উদ্দিন




আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি