Loading..

ভিডিও ক্লাস

২৯ জুলাই, ২০২০ ১২:৫৪ পূর্বাহ্ণ

পর্ব-১_"পেটিকোট কাটিং"_নবম শ্রেণি_ড্রেস মেকিং ট্রেড-১(১ম পত্র)_ইঞ্জিনিয়ার পলাশ মজুমদারের কারিগরি পাঠশালা।।

এই পাঠশেষে শিক্ষার্থীরা...

  • qপেটিকোট কাটিং কী তা বলতে পারবে; য়া
  • qপেটিকোটের কয়টি অংশ ও কী কী তা বলতে পারবে;
  • qপেটিকোটের প্রয়োজনীয় পরিমাপগুলো উল্লেখ করতে পারবে;
  • qপেটিকোটের কাঁটার প্রক্রিয়াটি ধারাবাহিক ভাবে বর্ণনা করতে পারবে

এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের টেক্সটাইল এর একটি গুরুত্বপূর্ণ বিষয় ড্রেস মেকিং। নবম -দশম ভোকেশনাল শিক্ষার্থীদের ড্রেস মেকিং বাস্তব জ্ঞান লাভের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ধারাবাহিক ভাবে আমার প্রতিটি ক্লাস দেখে গেলে শতভাগ দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন এই নিশ্চয়তা দিতে পারি। কেউ পেশা হিসেবে নিতে চাইলে তার জন্য এই ভিডিও ক্লাসগুলো চমৎকার কাজে আসবে। তবে তাকে অবশ্যই প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। এই ক্লাসটি একটি পেটিকোটের কাপড় পরিমাপ অনুযায়ী কিভাবে কাঁটতে হবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এই ক্লাস দেখার পর একটি পেটিকোট নিশ্চিন্তে কার্তন করতে পারবে তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।।


পলাশ কান্তি মজুমদার

ইনস্ট্রাক্টর 

বিএসসি ইঞ্জিনিয়ার (টেক্সটাইল), এমএসসি (সিএসই), এমএড

চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ

কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।।