Loading..

ভিডিও ক্লাস

২৯ জুলাই, ২০২০ ১১:৫০ পূর্বাহ্ণ

দ্বাদশ শ্রেণির ইসলাম শিক্ষা বিষয় আল-হাদিস

ইসলাম শিক্ষা ২য় পত্র, আল হাদিস প্রথম হাদিসটি নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলামের স্তম্ভ ৫টি, কালেমা, নামায, রোযা, যাকাত ও হজ্জ। কোন মুসলমান যদি এই ৫টির কোন একটি অসিকার বা কালেমা,নামায ওরোযা এই তিনটির কোন একটি পালন না করে তাহলে তার মুসলমান নাম হতে কাটা যাবে সে কাফিরে পরিনত হবে। আর যারা সম্পদ শালি তারা যদি যাকাত না দেয় এবং সমর্থন থাকা শর্তেও হজ্জ না করে তারাও আর মুসলমান থাকবে না। প্রথম তিনটা যেহেতো শারিরিক, মানুষিক ও মুনের ইবাদত তাই এ তিনটা যথা, কালেমা,নামায ও রোযা এটার সবার জন্য আবশ্যক। কেহ এর একটিও অবিশ্বাস ও আদায না করার কোন প্রকার অবকাশ, বা অজুহাত চলবে না। আবার যাকাত হল আর্থিক ইবাদত, যেটা প্রত্যক সম্পদ শালি মুসলমানের উপর ফরজ করা হয়েছে, সুতরাং এটা কে কেহ অসিকার করতে পারবে না। এবং হজ্জ এটা যেমন শারিরিক তেমনি আর্থিক, হজ্জ ফরজ হয়েছে তাদের উপর যারা এমন অবস্থায় সম্পদশালি যে অবস্থায় তার শারিরিক ক্ষতা/সুস্থতা ছিল।