Loading..

ভিডিও ক্লাস

২৯ জুলাই, ২০২০ ১১:৫৬ পূর্বাহ্ণ

HSC ইসলাম শিক্ষা প্রথমপত্র

সংস্কৃতির সংজ্ঞা
সুনির্দিষ্ট কোনো সমাজে বসবাসরত মানুষের বিশ্বাস, জীবন প্রণালী, শিল্প, সাহিত্য, সংগীত এবং প্রথা যা ঐ সমাজের মানুষের নিকট গহণযোগ্য তাকেই সংস্কৃতি বলে।

ইসলামি আইন ও বিধি-বিধান পালন ও অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবনে ও পরিবেশে যে সংস্কৃতি ফুটে উঠে তাই ইসলামি সংস্কৃতি।

ইসলামি সংস্কৃতিঃইসলাম একটি জীবন-দর্শন। ইসলাম মানুষের জীবনধারা ও আচরণকে যে-ভাবে নিয়ন্ত্রণ করে এবং তার ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে চিত্র ফুটে উঠে, 
তাই ইসলামী সংস্কৃতি। 
সুতরাং ইসলামি সংস্কৃতিতে ইসলামের মূল্যবোধগুলি সক্রিয় থাকবে; অর্থাৎ ইসলামি সমাজে সাহিত্য, সংগীত, নৃত্য, চিত্র, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি শিল্পকলা ইসলামি বাহন হবে।

মুহাম্মাদ আসআদুল্লাহ
প্রভাষক
সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ
ডাক ও জেলা: মৌলভীবাজার
০১৭১২৯৪৪২৯৬