Loading..

উদ্ভাবনের গল্প

০৩ আগস্ট, ২০২০ ০৯:৫৯ পূর্বাহ্ণ

ভিডিও এডিটিং

বর্তমানে প্রায় সবকিছুই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করা হয়। তাই ভিডিও এডিটিং বর্তমান সময়ে একটি অতি প্রয়োজনীয় বিষয়। এই প্রয়োজনটাকে সামনে রেখে আমার এই ভিডিও  এডিটিং টিউটোরিয়াল। সবথেকে বহুল ফিচার সম্বলিত Kine master  মোবাইল অ্যাপস এর মাধ্যমে স্মার্ট ফোন দিয়ে; অতি সহজে, যে কেউ ভিডিও এডিট করতে পারবে। ইনোভেটিভ স্টরি অনলাইনে ক্লাস দেয়া সহ বিভিন্ন প্লাটফর্মে ভিডিও করে এডিড করে সকলের জন্য উন্মুক্ত করে দিতে পারবে। এভাবে ধীরে ধীরে একজন দক্ষ শিক্ষক হয়ে দক্ষ গড়ে তুলে জাতি গঠনে অবদান রাখতে পারবে।

এই ভিডিও টিউটোরিয়াল অবলম্বন করে একজন শিক্ষক এবং শিক্ষার্থী---

১. নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারবে।

২. অনলাইন এজুকেশনে অবদান রাখতে পারবে।

৩. নিজেকে আপ-টু-ডেট রাখতে পারবে।

৪. শিক্ষণ শিখানো কার্যক্রমকে আনন্দময় এবং ফলপ্রসূ করতে পারবে।

৫. নিজের উদ্ভাবনী আইডিয়া কে সবার মাঝে সহজে ছড়িয়ে দিতে পারবে।

৬. শিক্ষন অধিক স্থায়ী হবে।

৭. শিক্ষার্থী তার নিজের ইচ্ছা-খুশিমতো শিখতে পারবে।


Apurba Kumar Bosu

Assistant teacher in English

Karimunnessa Girls' High School

Pirojpur Sadar, Pirojpur.