Loading..

প্রকাশনা

০৪ আগস্ট, ২০২০ ০৩:২৬ অপরাহ্ণ

১৫ আগস্টের কবিতা । ৭৫ এর ঘাতক
৭৫ এর ঘাতক
শান্ত ইসলাম
৭৫ এর ১৫ আগস্ট ঘাতক চালায় গুলি
ওই দিনেরি শোকের কথা কেমন করে ভুলি।
ওই দিনেই শহিদ হলো আমার জাতির পিতা
শেখ মুজিবুর নামটি তাহার স্বাধীনতার মিতা।
ঘাতক এসে পিতার বুকে চালিয়ে ছিলো গুলি
রাসেল জামাল কামাল ভাইকে কেমন করে ভুলি।
৭৫ এর ঘাতক সবার কেড়ে নিলো প্রাণ
হে বাঙালি, কেমন করে হলিরে বেঈমান।
ধানমণ্ডির ৩২ এর ওই বাড়িটার কথা
বলতে গেলে বুকে আমার বাড়ে চাপা ব্যথা ।
ওই বাড়িটার দেয়াল জুড়ে, এমন ছবি আঁকা
রক্ত যাহার রঙ তুলিতে, কালো স্মৃতি মাখা ।
ঘাতক সবাই এই বাংলার বিপথগামী সেনা
এই বাংলা কী করে আজ শুধবে তাহার দেনা ।
৭৫ এর ঘাতক সবার কেড়ে নিলো প্রাণ
হে বাঙালি, কেমন করে হলিরে বেঈমান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি