Loading..

ভিডিও ক্লাস

০৬ আগস্ট, ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ

পাঠ শিরোনামঃ ঘুরে আসি সোনারগাঁও_ পাঠ_০৫_শ্রেণি_চতুর্থ_বিষয়_বাংলা বাতায়ন ID: rukshanayasmin

লেক খনন করার উদ্দেশ্য- ঈশা খঁ তাঁর রাজপ্রাসাদের চতুর্দিকে পরিপল্পিতভাবে পরিখা খনন করেছিলেন, যাতে বহির্শত্রুরা সহজে রাজ প্রাসাদ আক্রমণ করতে না পারে।

ষোড়শ শতাব্দীতে সর্বপ্রথম মসলিন শাড়ী সোনারগাঁয়ে উৎপাদন শুরু হয়। পরবর্তীতে  সপ্তদশ শতাব্দীতে মসলিন শাড়ি ব্যপক জনপ্রিয় হয়ে উঠে এবং ইউরোপে রপ্তানি শুরু হয়। তৎকালীন বৃটিশ উপনিবেশের সময়ে মসলিন শাড়ি ইংরেজ বণিকদের দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তারা তাদের বৃটিশ কাপড়ের বাজার বঙ্গদেশে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে মসলিন কারিগরদের নানভাবে অত্যাচার শুরু করে এবং এর উৎপাদন বন্ধ করে দেয়।