Loading..

খবর-দার

১১ আগস্ট, ২০২০ ১০:০৯ পূর্বাহ্ণ

"বঙ্গবন্ধু” উপাধি শব্দটির স্রষ্ঠা, বাঙালি জাতিরাষ্ট্র গঠনের সাথে সম্পৃক্ত- শ্রদ্ধেয় প্রিয় বড়ভাই রেজাউল হক চৌধুরী মুশতাক' র আজ ৭০তম শুভ জন্মদিন।

?? "বঙ্গবন্ধু” উপাধি শব্দটির স্রষ্ঠা, বাঙালি জাতিরাষ্ট্র গঠনের সাথে সম্পৃক্ত- শ্রদ্ধেয় প্রিয় বড়ভাই রেজাউল হক চৌধুরী মুশতাক' র আজ ৭০তম শুভ জন্মদিন। ??

প্রাণঢালা শুভেচ্ছা ?

রক্তিম অভিবাদন ✊


বৃটিশ বিরোধী আন্দালন চলাকালে চট্টগ্রামের এক জনসভায় মহাত্মা গান্ধী বলেছিলেন ‌চট্টগ্রাম সবার আগে' । ১৮৫৭ সাল চট্টগ্রাম থেকেই সিপাহী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন সুবেদার রজব আলী, ২২ এপ্রিল ১৯৩২ সালে মাস্টরদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার দখল ও জালালাবাদ যুদ্ধ, ১৯৬৬ সালের ২৫ ফেব্রুয়ারি জাতর জনক বঙ্গবন্ধু কর্তৃক চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে প্রথম ৬ দফা ঘোষণা, ১৯৬৮ সালে চট্টগ্রামের কৃতি সন্তান রেজাউল হক মুশতাক কর্তৃক সর্বপ্রথম ‌বঙ্গবন্ধু' শব্দের প্রবর্তন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে ৯টায় ইপিআর এডজুটেন্ট ক্যাপ্টেন রফিক কর্তৃক পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে প্রথম সষস্ত্র যুদ্ধর সুচনা, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে এম এ হান্নান কর্তৃক বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতা ঘোষণা প্রচার। এইতো ভারতবর্ষে বৃটিশ বিরোধী আন্দালেনর ইতিহাস, পাকিস্তানী হানাদার বিরোধী ইতিহাস, মুক্তুযুদ্ধের ইতিহাস, বাঙালির স্বাধীনতার ইতিহাস। 

এই ইতিহাসের অন্যতম একটি পর্ব চট্টগ্রামের কৃতি সন্তান রেজাউল হক চেৌধুরী মুশতাক। 

তাঁর জ্মদিনে অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা।