Loading..

উদ্ভাবনের গল্প

১৫ আগস্ট, ২০২০ ১০:০২ অপরাহ্ণ

তিতাসে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে “শতাব্দী” ম্যাগাজিন প্রকাশ

কুমিল্লার তিতাসে তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা আইসিটি কমিটির উদ্যোগে মাওলানা নুরুল আমিন এবং মোহাম্মদ শাহজামান এর সম্পাদনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতকে উপজেলা মিলনায়তনে "শতাব্দী" ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। উক্ত মোড়ক উন্মোচন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোছাম্মদ রাশেদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মদ রুবাইয়া খানম, তিতাস থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসিন ভূঁইয়া, যুগ্মসাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ নুরনবী প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল মান্নান মিয়ার পরিচালনায় উক্ত সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সরফরাজ হোসেন খান ও মুক্তিযোদ্ধা মোঃ মোবারক হোসেন। এই সময় উপস্থিত ছিলেন শতাব্দী ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ আনোয়ারা চৌধুরী, সম্পাদক এবং আইসিটি কমিটির সভাপতি মাওলানা মো. নুরুল আমিন, তিতাস উপজেলা শিক্ষা অফিসার, তিতাস উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ অন্যান্য অফিসারবৃন্দ। পরে শতাব্দী ম্যাগাজিনটি তিতাস উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান এবং কেজি স্কুলে বিতরণ করা হয়।