Loading..

প্রেজেন্টেশন

২২ আগস্ট, ২০২০ ০৭:০৭ পূর্বাহ্ণ

রহমতপুর দাখিল মাদ্রাসা,কুকুয়া,আমতলী,বরগুনা.১০ম শ্রেনী,কোর আন ও তাজভীদ।
img
md shohidullah

সহকারি সুপার

            শিখন ফলঃ-
১)উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ,যিনি চিরঞ্জীবচির              শিখনফলঃ-

১।কাফের দের ধন সম্পদ পরকালে কোন উপকারে আসবেনা।তারা চির কাল জাহান্নামে জ্বলবে।
২।আল কোর আনের পূর্বে অন্যান্য ধর্মগ্রন্থের উল্লিখিত আয়াত সমূহ যারাই মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ তাদের কে পাকড়াও  করে কঠোর শাস্তি দিয়াছেন।
৩।ধইর্য ধারনকারী,সত্যবাদী,বিনয়ী,দানশীল,এবং শেষ রাতে প্রার্থনাকারীরা স্বীয় প্রতিপালকের নিকট ক্ষমা চায় ও দোযখের শাস্তি থেকে নিস্কৃতি চায়।
৪।ইসলামই আল্লাহ তায়ালার নিকট একমাত্র মনোনিত জীবন ব্যবস্থা।

৫।দায়ির দায়িত্ব হল আল্লাহ তায়ালার বানী তার বান্দাদের নিকট পউছে দেয়া।স্থায়ী
২)
আল কোর আন পূর্ববর্তী আসমানী গ্রন্থসমূহের সত্যায়ন কারী
৩)
কোর আন মাজিদ সত্যমিথ্যার মধ্যে পার্থক্যকারী
৪)
কোর আনের ভিতরে দুই প্রকার আয়াত আছে,যথাঃ-মুহকামাতমুতাশাবেহাত।মুহকামাত হল কোর আনের মূল ভিত্তি
৫)
যাদের অন্তর বক্র কেবল মাত্র তারাই মুতাশাবেহাতের অপব্যাখ্যায় লিপ্ত হয়