Loading..

খবর-দার

২৪ আগস্ট, ২০২০ ১১:১৬ অপরাহ্ণ

আনন্দে_গণিত_শিখি" অনলাইন কোর্সটিতে অংশগ্রহণ করবেন যেভাবে

#আনন্দে_গণিত_শিখি" অনলাইন কোর্সটিতে অংশগ্রহণ করবেন যেভাবে


ধাপ ১ : প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের ব্রাউজারে (যেমন- গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স) গিয়ে টাইপ করুন muktopaath.gov.bd


ধাপ ২ : মুক্তপাঠ ওয়েবসাইটে প্রবেশের পর ডান পাশে উপরে "রেজিস্ট্রেশন" লেখা বারটিতে ক্লিক করুন।


ধাপ ৩ : প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করুন।


ধাপ ১-৩ অনুসরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ওয়েবসাইটটিতে অন্য যেকোন সময় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র 'লগইন' করলেই হবে। প্রতিবার লগইন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা আপনার আইডি ও পাসওয়ার্ডটি প্রয়োজন হবে।


ধাপ ৪ : লগইন করার পর পেইজের উপরের দিকে সর্ব বামে থাকা 'কোর্স ক্যাটাগরি'-তে গিয়ে "শিক্ষা" ক্লিক করুন।


ধাপ ৫ :  "গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন : প্রথম পাঠ, আনন্দে গণিত শিখি" কোর্সটিতে ক্লিক করুন।


ধাপ ৬ : পেইজের ডানপাশে "কোর্সে প্রবেশ করুন"-এ ক্লিক করুন।


ধাপ ৭ : 'কোর্স কনটেন্ট' এর অধীন মডিউলগুলোতে গিয়ে কোর্সটি সম্পন্ন করুন। একেকটি মডিউল সম্পন্ন করার পর ধাপে ধাপে পরের মডিউলগুলো আপনার জন্য উন্মুক্ত হবে।


উল্লেখ্য, কোর্সটি মোট ৯ টি মডিউলে বিভক্ত। প্রতিটি মডিউল শেষে রয়েছে মূল্যায়ন। সবগুলো মডিউল সমাপ্ত করার পর কোর্সটি সম্পূর্ণভাবে সম্পন্ন হবে এবং সার্টিফিকেট পাওয়া যাবে।