Loading..

মুজিব শতবর্ষ

২৯ আগস্ট, ২০২০ ০৯:০১ অপরাহ্ণ

মুজিব শত বর্ষে সকল অনিয়ম আর বৈষম্যের অবসান চাই.....................।
"সবই চলবে অভিন্ন নিয়মে কিন্তু বেতন নিতে হবে ভিন্ন নিয়মে" এটা কেমন নিয়ম?
কারিকুলাম অভিন্ন, সিলেবাস অভিন্ন, শ্রম ঘন্টা অভিন্ন, মন্ত্রণালয় অভিন্ন, যোগ্যতা অভিন্ন,
সার্টিফিকেট অভিন্ন, ছুটি অভিন্ন, শিক্ষা নীতিমালা অভিন্ন, প্রশ্নপত্র অভিন্ন, উদ্দেশ্য অভিন্ন। কিন্তু সুযোগ সুবিধা আকাশ পাতাল ভিন্ন। এটা কি বৈষম্য নয়? অনেকে বলবে সরকারি ও বেসরকারির মধ্যে পার্থক্য থাকবে। আমি তাদেরকে বলতে চাই সবগুলো অভিন্ন হলে সরকারি ও বেসরকারি নামক আলাদা দুইটি শব্দ থাকবে কেন? তারপরও ধরে নিলাম বিভিন্ন কারনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি হয়নি আর সরকারি ও বেসরকারির মধ্যে পার্থক্য থাকবে এটা স্বাভাবিক। তাদেরকে প্রশ্ন করতে চাই সরকারি ও বেসরকারির মধ্যে সুযোগ সুবিধায় যে আকাশ পাতাল ভিন্নতা আছে সেটা কি পার্থক্য নাকি বৈষম্য? পার্থক্য মেনে নেওয়া যায় কিন্তু বৈষম্য মেনে নেওয়া যায়না। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ হয়েছিল পার্থক্যের কারনে না বৈষম্যের কারনে।
মুজিব শত বর্ষে গুনগত শিক্ষা বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ অতি দ্রুত সকল বৈষম্যের অবসান ঘটাবেন ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি